১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

আমতলীতে সড়ক দূর্ঘটনায় পিকনিকের বাস উল্টে ধান ক্ষেতে নিহত ১ আহত ২৫

আপডেট: আগস্ট ১৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে যাত্রী ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত ও ওই বাসে থাকা নারী পুরুষ ও শিশুসহ অপর ২৫ জন গুরুত্ব আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় পিকনিকের উদ্দেশ্যে সেন্টমার্ট নামের একটি পরিবহন বাস রিজার্ব করে আসতে ছিলেন। আজ শুক্রবার ( ১৮ আগস্ট ) সকাল সাড়ে ৫টার দিকে পথিমধ্যে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে উল্টে পড়ে যায়। এতে ওই বাসের মধ্যে থাকে ২৫ জন গুরুত্বর আহত হয়। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত বাসের যাত্রী পারুল (৫০), মেহেরুননেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), মোঃ ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭) সৈকত (২৬) হাবিবা (১৮) দিনা (৫৫) মাহবুবা (৩০) পপি (৩০) ইসলাম (৫২) সহ ২৫ জনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী, বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে গুরুতর আহত যাত্রী ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে পথিমধ্যে তিনি মারা যায়। নিহত ইসলাম নারায়নগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে। আমতলী থানার প্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পিকনিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে উল্টে পড়ে এক ব্যক্তি নিহত ও ওই বাসে থাকা অপর ২৫ জন গুরুত্ব আহত হয়েছে। আহদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network