১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বরগুনায় আছিয়া- এন্তাজ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় দুঃস্থ অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছে আছিয়া- এন্তাজ ফাউন্ডেশন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় আছিয়া- এন্তাজ ফাউন্ডেশন কার্যালয়ে কক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (অবসরঃ) প্রফেসর আ ক ম মোস্তফা জামান।

আছিয়া- এন্তাজ কার্যালয়ে সূত্রে জানা যায়, এ বছর স্কুল পর্যায়ে অসহায় হতদরিদ্র মেধাবী অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আছিয়া- এন্তাজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মু খলিলুর রহমান এর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা প্রধান ছেতারা ইয়াসমিন এর সঞ্চালনায় শিক্ষাবৃত্তির বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, ঢাকা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার আঃ রাজ্জাক, ঢাকা জজ কোর্টের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্ঠু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, প্রিন্ট মিডিয়ার সাধারণ সম্পাদক রেজাউল করিম টিটু মোল্লা, সাংবাদিক অলিউল্লাহ্ ইমরান, সাংবাদিক কাসেম হাওলাদার সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর আ ক ম মোস্তফা জামান আছিয়া- এন্তাজ ফাউন্ডেশনের সক্ষমতা বাড়িয়ে আরও বেশী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ভাল কাজের অংশীদার হতে চায় সবাই। ভাল কাজে সম্পৃক্ত হওয়া নিজের জন্য গৌরবের। এবং ভালো কাজের সাথে আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। এবং ভালো লেখাপড়ার জন্য শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরামর্শের মাধ্যমে অনুপ্রেরণা দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network