১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করল পুলিশ

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ১৯ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার তত্ত্ববধায়নে শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ সুজন ফকির তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোট ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট কাছে হস্তান্তর করেন।
এদিকে স্মার্ট ফোন পেয়ে এ,এন আব্দুল্লাহ (৬৫), সাং-পৌরসভা ০৩ নং ওয়ার্ড, সূধীর চন্দ্র দে (২৩), সাং-পক্ষিয়া ০৭ নং ওয়ার্ড, রানা কুমার দাস (৩৪), সাং-কুতুবা ০৬ নং ওয়ার্ড, মো: সোহাগ (২৮), সাং-হাজি বাড়ি গঙ্গাপুর, আমিনুল ইসলাম (২৩), সাং-বাটামারা ০৮ নং ওয়ার্ড, আব্দুস সালাম (২৪), সাং-কুতুবা ০৭ নং ওয়ার্ড, লাইজু বেগম (৩১), সাং-মধ্যমধলী ০৭ নং ওয়ার্ড, লিটন হাওলাদার, স(৩৫), সাং-কাচিয়া ০৬ নং ওয়ার্ড, মো: রনি (২২), সাং-দক্ষিন বাটামারা ০৭ নং ওয়ার্ড, বিল্লাল হোসেন (৪৩) সাং-পৌরসভা ০৪ নং ওয়ার্ড. মো: মাহাদী হাসান (২১) সাং-সাচড়া রামকেশব, আদিব হোসেন (২২), সাং ছোট মানিকা ৪ নং ওয়ার্ড, আইয়ুব আলী (৩৪) সাং-হাসান নগর ০৬ নং ওয়ার্ড, অন্তর চন্দ্র দাস (২৫) সাং-পশ্চিম জয়দেবপুর ২৬ নং ওয়ার্ড, মাকুছুদুর রহমান (৪৭), সাং-পৌরসভা ০৮ নং ওয়ার্ড, নাজমা বেগম (২৬), সাং-বাটামারা ০৪ নং ওয়ার্ড, শরিফুল ইসলাম (৪০), সাং-বড়মানিকা,আমিন (২৪), সাং চকডোষ ৭ নং ওয়ার্ড সহ প্রকৃত ১৯ জন মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা বোরহানউদ্দিন থানার ওসি ও মোবাইল ফোন উদ্ধারকৃত এস আই সুজন কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও এস আই সুজন এ মাসে বিকাশ থেকে প্রতারিত ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন বলে ও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,আমরা প্রতিমাসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে অসংখ্য মোবাইল ফোন উদ্ধার করেছি তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বোরহানউদ্দিনের বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ সুজন ফকির মোবাইল ফোন উদ্ধার করে আজ সকালে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন।
তিনি জানান,জনস্বার্থে বোরহানউদ্দিন থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network