আপডেট: অক্টোবর ১৫, ২০২৩
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্ণেল রাইহান আহমেদ (পিএসসি,ই-বেঙ্গল) এঁর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ১২১-বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ’র নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী,বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র কার্যনির্বাহী সদস্য, প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও এর সাবেক পরিচালক জনাব মো. আতিকুর রহমান।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল ক্যাডেট কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন আতিকুর রহমান। এসময় কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি/সমমান পরীক্ষা-২০২৩ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আগত লেফট্যানেন্ট কর্ণেল রাইহান আহমেদ এঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আতিকুর রহমান। পরে এক প্রতিক্রিয়ায় লেফট্যানেন্ট কর্ণেল রাইহান আহমেদ এধরনের ব্যাপক পরিসরে শিক্ষার্থীদের সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করায় আতিকুর রহমান ও তাঁর সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত জাহান সিমুর ভূয়সী প্রশংসা করেন এবং আতিকুর রহমান এর মাধ্যমে এক্স ক্যাডেট হিসেবে বরিশাল ক্যাডেট কলেজে অতিথি হিসেবে পাঠদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এসময় বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্ণেল রাইহান আহমেদ বলেন- কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা তাঁদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করেন।