১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গলাচিপায় সাবেক মেয়র হাজী আ. ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: নভেম্বর ৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

তারিখঃ ৮ নভেম্বর ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সাবেক মেয়র হাজী আ. ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। হাজী আ. ওহাব খলিফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে তার সুযোগ্য সন্তান বারবার নির্বাচিত পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক তুহিনের সভাপতিত্বে এক স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও ২০০৬ সাল থেকে গলাচিপা পৌরসভার ৩ বার নির্বাচিত মেয়র, জনমানুষের নেতা ছিলেন হাজী অ. ওহাব খলিফা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রয়াত মেয়রের সহ-ধর্মিনী নুরুন্নাহার বেগম, প্রয়াত মেয়রের একমাত্র কন্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন পৌরসভার সকল কমিশনার, কর নির্ধারক মসিউল ইসলাম ও হিসাব সহকারী কর্মকর্তা সবুজ পাল, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ। আলোচনা ও স্মরণ সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। এ সময় তার পরিবার প্রয়াত মেয়রের রুহের আত্মার শান্তি ও পরকালে জান্নাত পাওয়ার আশায় সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল প্রয়াত মেয়র হাজী আ. ওহাব খলিফার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন ত্যাগী ও নিষ্ঠাবান মানুষ। দলের জন্য দিনভর কাজ করে গেছে। সকলের একজন প্রিয় মানুষ। তিনি সকলকে সাথে নিয়ে এই পৌরসভাকে গুছিয়ে রেখেছিলেন। তার মৃত্যুতে সবাই ব্যথিত। তিনি মুসলমানদের যেমন প্রিয় মানুষ ছিলেন তেমনি সনাতন ধর্মের মানুষের বন্ধু ছিলেন। তাই তো তার মারা যাওয়ার পর সনাতন ধর্মাবলম্বী লোকেরা ব্যথিত হয়ে বলেছেন আমাদের দেবতার মত মানুষটা চলে গেছে। এখন আমাদের পাশে কে থাকবে, কে দেখবে আমাদের? আমরা সকলে তার জন্য দোয়া করি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network