২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

নির্বাচনী তপশিল প্রত্যাখ্যান করে রাবি জিয়া পরিষদের বিবৃতি

আপডেট: নভেম্বর ১৬, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল প্রত্যাখান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জিয়া পরিষদ। গতকাল নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশিল অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। বিবৃতিতে তারা দাবি করেন, ফ্যাসিষ্ট শাসনকে দীর্ঘায়িত করার এটি আওয়ামী ষড়ন্ত্রমূলক একটি প্রজেক্ট।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মোহা. এনামুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে শিক্ষকবৃন্দ উল্লেখ করেন, “গণতন্ত্রের মুল কথা হলো জনগণের সম্মতির ভিত্তিতে সরকার গঠন করা। যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে অবাধে ও স্বাধীনভাবে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয় এবং জনগণকে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ না দেওয়া হয় তবে তাকে গণতন্ত্র বলা যায় না। আওয়ামী সরকার ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে অবৈধ ও নির্লজ্জভাবে শাসনক্ষমতা জবরদখল করে। বিএনপিসহ বেশিরভাগ বিরোধী দল ও অধিকাংশ জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতাসীন আওয়ামী সরকার। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জনকৃত স্বাধীনতা ও গণতন্ত্র আজ আওয়ামী সরকারের কারণে ফ্যাসিবাদে রূপলাভ করেছে।

ফলে দেশে অন্যায়-অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, বিরোধী মত দমন, গুম, খুন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। দ্রব্যমুল্যের কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে একনায়কতান্ত্রিক স্বৈরাচারি রাষ্ট্রের কাতারে নাম লিখিয়েছে। এমনকি আগামি ২০২৪ এ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলকে গ্রেফতার, মামলা, হামলা, নির্যাতন করে নির্বাচন প্রক্রিয়া থেকে দুরে রেখে একতরফাভাবে আরেকটি নির্বাচন করতে চায় সরকার।

শিক্ষকবৃন্দ আরও উল্লেখ করেন, এই একতরফা তপশিল আওয়ামী ফ্যাসিষ্ট শাসনকে দীর্ঘায়িত করার একটি ষড়ন্ত্রমূলক প্রজেক্ট যা সমগ্র জাতিকে অন্ধকারময় ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের উচিত আওয়ামী সরকারের ষড়যন্ত্রের অংশীদার না হয়ে দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে কমিশন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে জনগণের দাবি প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়া।”

বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক মো. হাবীবুর রহমান, অধ্যাপক মো. সাইফুল ইসলাম ফারুকী, অধ্যাপক মো. রেজাউল করিম-২, অধ্যাপক মো. মামুনুর রশীদ, অধ্যাপক দিল আরা হোসেন, অধ্যাপক এ এন এম জাহাঙ্গীর কবীর, অধ্যাপক গোলাম ছাদিক, অধ্যাপক রফিক আজাদ, অধ্যাপক মো. মাহবুবুল কবীর, অধ্যাপক মো. আমিনুল হক, অধ্যাপক মো. হাছানাত আলী, অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যাপক মো. আমিরুল ইসলাম, অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ, অধ্যাপক মো. খালেকুজ্জামান, অধ্যাপক এ বি এম হামিদুল হক, অধ্যাপক মো. আওরঙ্গজীব আব্দুর রহমান,

অধ্যাপক মো. নুরুল আলম, অধ্যাপক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক মো. আলতাফ হোসেন-১, অধ্যাপক মো. আসদুজ্জামান, অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক মাহবুবার রহমান, অধ্যাপক মো. আখতার হোসেন, অধ্যাপক মো. মশিহুর রহমান (দুলাল), অধ্যাপক সৈয়দ সরওয়ার জাহান, অধ্যাপক জি এস শফিউর রহমান, অধ্যাপক আজিজ আব্দুর রহমান, অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, অধ্যাপক মো. কুদরত-ই-জাহান, অধ্যাপক মো. আরিফুল ইসলাম, অধ্যাপক মো. আসাদুল হক, অধ্যাপক মো. মনিমুল হক, অধ্যাপক মো. শাহাদৎ হোসেন, অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক নুরুল মোমেন, অধ্যাপক মো. আব্দুল আলীম আল বারী, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক মুহা. আব্দুল হামিদ, অধ্যাপক মো. জহুরুল ইসলাম, ড. এ. নইম ফারুকী, অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, অধ্যাপক মোহাম্মদ হাবীবুল ইসলাম, অধ্যাপক মো. আতাউর রহমান, অধ্যাপক মো. সোহেল হাসান, অধ্যাপক মো. শামসুজ্জোহা এছামী, অধ্যাপক মু. আব্দুল হামিদ, অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক মো. হাসনাত কবীর, অধ্যাপক এম. মোস্তফা কামাল, অধ্যাপক মো. শাহাদৎ হোসেন, অধ্যাপক মোছা. ফাহমদিা চৌধুরী, অধ্যাপক মো. হারুন অর রশীদ, অধ্যাপক এম আল বাকী বরকুতুল্লাহ, অধ্যাপক মো. আব্দুল মতিন, অধ্যাপক আকতার বানু, অধ্যাপক ইফিতিখারুল আলম মাসউদ, অধ্যাপক মো. আব্দুল মান্নান, অধ্যাপক মো. খালেদুজ্জামান,

অধ্যাপক আব্দুস সোবহান হিরা, অধ্যাপক শামীমা নাসরীন সীমা, অধ্যাপক মো. নুরুজ্জামান হক, অধ্যাপক মো. মতিউর রহমান সরল, অধ্যাপক মো. সাঈদ আক্তার, অধ্যাপক শেখ মো. নুরুজ্জামান, অধ্যাপক মো. মাহবুবর রহমান, অধ্যাপক আল আমিন সরকার, অধ্যাপক সনজিদা মঈদ, অধ্যাপক শাহানা পারভীন, অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, অধ্যাপক জাহান বক্স মোড়ল, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আব্দুর রাজ্জাক জোয়ার্দার, অধ্যাপক মো. শরীফুল ইসলাম, অধ্যাপক মইজুর রহমান, অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network