১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

হিজলায় উত্তাল নির্বাচন পরবর্তী সহিংসতা। বিপাকে পুলিশ প্রশাসন।

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় নির্বাচন পরর্বতীতে বিভিন্ন ইউনিয়নের সহিংসতা অব্যাহত রয়েছে।এতে উভয় পক্ষের মামলা পাল্টা মামলা। বিপাকে পুলিশ প্রশাসক।
হিজলা মেহেন্দীগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনায়ন নৌকা প্রতিক পান আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।তখন দুইবারের এম পি পংকজ নাথ কোনঠাসা হয়ে পড়েলে শাম্মী আহমেদের সমর্থকরা পংকজ অনুসারীদে ব্যবসা প্রতিষ্ঠান ইটভাটা ভাঙচুর ও কর্মীদের বিরুদ্ধে হামলা মামলা চালায়।

একইভাবে শাম্মী আহমেদের মনোনায়ন পত্র বাতিল হলে সতন্ত্র প্রার্থী পংকজ নাথ সংসদ সদস্য নির্বাচিত হয়।

নির্বাচন পরবর্তী শাম্মী আহমেদের অনুসারীরা কিছু কর্মী আত্মগোপনে চলে যায়। কিছুদিন পরে তারা এলাকায় আসে তখন বিভিন্ন ইউনিয়নে সাম্মী আহমেদের কর্মীদের উপর পঙ্কজ অনুসারীরা হামলা চালায়।

গতকাল রবিবার রাত সাড়ে ৭ টার সময়ে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মান্দ্রা বাজারে দু পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘষ হয়।এতে শাম্মী আহমেদ অনুসারী প্রায় ৭ জন আহত হয়।গুরুতর আহত মিরাজ ও ইউনুস কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম প্রেরন করা হয়েছে।

সংর্ঘষের ঘটনায় প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার সাত্তার মাঝি জানায় গতকাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনায় বাজারে আসে।তিনি চলে গেলে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা আমার দোকানে চা খেতে আসে।তখন স্বেচ্ছাসেবকলীগ নেতা ফখরুল বেপারী নেতৃত্বে ২০/৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে নৌকা মার্কার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় ব্যবসায়ী মামুন মাঝি জানায় জানায় তার বাবা ইউপি সদস্য ফারুক মাঝি শাম্মী আহমেদের সমর্থক হওয়ায় দোকানে হামলা করে নগদ অর্থ ও মালামাল নিযে যায়।

এছাড়াও ২৯ জানুয়ারি ড.সাম্মী আহমেদ সমর্থকরা পঙ্কজ অনুসারী হিজলা গৌরবদি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গনিবাঘার উপর অতর্কিত হামলা চালায় চর কীল্লা বাজারে। তিনি এখন হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পংকজ নাথ সমর্থক ফখরুল বেপারী জানায় গতকাল সন্ধ্যায় জানতে পারি মান্দ্রা বাজারে মারামারি হচ্ছে।তখন গিয়ে কাউকে থামাতে পারিনি।তবে শুনছি কিছুদিন আগে শরীফ নামের একটি ছেলের মোটরসাইকেল ভাংচুর ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হতে পারে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর জানায় হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এমনকি ৪ জন আসামীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন স্থানীয় রাজনৈতির অভ্যন্তরীণ কোন্দল রাজনৈতিকভাবে মীমাংসা না হলে পুলিশ প্রশাসন কতটা সামলাতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network