১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বঙ্গবন্ধু বাংলাদেশকে বিজ্ঞান সাংস্কৃতি মনস্ক গড়ার জন্য বিভিন্ন ধরনের কর্মপন্থা দিয়ে গেছেন-বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান

আপডেট: এপ্রিল ১৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ শওকত আকবর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানসহ দু’টি বড় প্রকল্প গ্রহন করেছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ বির্নিমানে জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে এদেশের জনগণের কল্যাণে ব্যবহার করার জন্য যত ধরনের অবকাঠামো তা সবই তিনি গ্রহন করেছিলেন। এ দেশকে একটি বিজ্ঞানমনস্ক, বিজ্ঞান সাংস্কৃতি মনস্ক ও সোনার বাংলা গড়ার জন্য বিভিন্ন ধরনের কর্মপন্থা দিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী যে মহাপরিকাল্পনা নিয়েছেন তা বস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এসব পরিকল্পর বাস্তবায়নের জন্য আমরা দায়বদ্ধ, প্রতিশ্রুতি বদ্ধ।

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান শ্রদ্ধা জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ শওকত আকবর। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মোঃ জাহেদুল হাছান, সদস্য (জীব বিজ্ঞান) ড. মোঃ মুজিবুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। #

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network