১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত র‌্যাবের নকল ড্রেস, নকল পিস্তলসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপডেট: এপ্রিল ২৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত র‌্যাবের নকল ড্রেস, ওকিটকি, ব্যাজ ও নকল পিস্তলসহ নানা মালামাল উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২৮ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামে অভিযান চালিয়ে কাশিয়ানী পুলিশের সহায়তায় এসব মালামাল উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জের গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা কে. এম. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মালামালগুলো হলো, র‌্যাবের ৮টি কটি, র‌্যাবের ১৮টি মাস্ক, ৩টি পুলিশের মাস্ক, ২টি ওয়াকিটকি, ২টি খেলনা পিস্তল, ২টি ওয়াকিটবি চার্জার, ১টি টার্গেট লাইট, ২টি মোবাইল, ১০ টেলিটক সিম, ২টি মাইক্রোবাসের নাম্বার প্লেট, ২টি র‌্যাব লেখা স্টিকার, এসএসএফ লেখা একটি সিল। র‌্যাবে ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সিগঞ্জের গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা কে. এম. রিয়াজুল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল দুবাই ফেরত কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুজ্জামান বাড়ি ফিরছিলেন। এসময় এশিয়া ট্রন্সপোর্টের একটি বাসের গতিরোধ করে নুরুজ্জামানকে র‌্যাবের ভূয়া সদস্যরা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এসময় র‌্যাবের ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালাল উদ্দিন ওরফে রবিউলের নেতৃত্বে ভূয়া সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নুরুজ্জামানের কাছে থাকা নগদ ১৭ লাখ টাকা ও ২৮ লাখ টাকার স্বর্নালংকারসহ মোট ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে তাকে নারায়নগঞ্জ জেলার একটি ইটের ভাটার পাশে ফেলে রেখে চলে যায়।

পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ নুরুজ্জামানকে উদ্ধার করে। এ ব্যাপারে নুরজ্জামান বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামে এবং মাইক্রোবাসের চালক নজরুলকে মাইক্রোবাসসহ গ্রেফতার করে।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী আজ রোববার সকালে কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামের হাবিবুর মোল্লার কাছ থেকে ভাড়া নেয়া নিচ তালার একটি ঘরে অভিযান চালানো হয়। এসময় ওই ঘরে থেকে র‌্যাবের নকল ড্রেস, ওকিটকি, ব্যাজ ও নকল পিস্তলসহ নানা মালামাল উদ্ধার করে পুলিশ। তবে র‌্যাবে ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউল আগেই বাড়ী থেকে পালিয়ে যায়।

তিনি আরো জানান, র‌্যাবে ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউলসহ অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। #

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network