১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

যবিপ্রবির নতুন সহকারী প্রক্টর হলেন মোঃ আখতারুজ্জামান ও ড.শাহাব উদ্দীন

আপডেট: এপ্রিল ২৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আখতারুজ্জামান ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএস‌ই) বিভাগের প্রভাষক ড. এ.এফ.এম.শাহাব উদ্দিন ।

রবিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে যে , যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আখতারুজ্জামান ও সিএসই বিভাগের প্রভাষক ডক্টর এ. এফ.এম শাহাব উদ্দিন কে পরবর্তী এক বছরের জন্য তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

এ বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া সহকারী প্রক্টর এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জামান বলেন, সহকারী প্রক্টর হিসেবে আমাকে নিযুক্ত করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

এবং নতুন দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রক্টর ড.এ.এফ.এম.শাহাব উদ্দীন বলেন ,আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব এবং আমি আমার দায়িত্ব পালনের জন্য সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী।

উল্লেখ্য, ২০২১ সালে যবিপ্রবিতে যোগদান এর পূর্বে মো:আখতারুজ্জামান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ড্রাইং নিয়ে তিনি বিভিন্ন রকম গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য সুনাম অর্জন করেন।

ড.এ.এফ.এম শহাব উদ্দীন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এবং তিনি দক্ষিণ কোরিয়ার কিউং হি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network