২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গঙ্গাচড়ায় কর্মসৃজন শ্রমিকের কাছে ইউপি সদস্যের টাকা নেয়ার অভিযোগ, অপারগতায় হুমকি।

আপডেট: মে ৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

রংপুর প্রতিনিধি:
গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি আওতায়( ইজিপিপি) প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির ( ইজিপিপি) শ্রমিকদের কাছে জন প্রতি ২০০০ টাকা করে নিচ্ছেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল হক ও মহিলা ইউপি সদস্য নাছিমা বেগম। শ্রমিকরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ইউপি সদস্যরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও কর্মসৃজন প্রকল্প থেকে তাদের বের করে দেওয়ার হুমকি দেন,এমন অভিযোগ ইজিপিপি প্রকল্পের শ্রমিকদের।
সরজমিনে গিয়ে , বড়বিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইজিপিপি প্রকল্পের কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা শ্রমিকের সাথে কথা হলে তিনি বলেন, প্রথম বিল পাওয়ার সময়,টাকা দিতে পারি নাই বলে আমাকে কাজে ধরায়নি।তখন আমি সারাদিন কান্নাকাটি শুরু করলে আমার স্বামী এসে বলে তোমারা এখান থেকে যান না আমি আসতেছি। ঐদিন টাকা দিতে না পেরে পরদিন তার স্বামী গরু বিক্রি করে তিন হাজার টাকা দেন। এবার আবার বিল দিবে সেজন্য ২০০০ টাকা চাচ্ছেন ইউপি সদস্য একরামুল।

আর একজন মহিলা শ্রমিক অভিযোগ করে বলেন,আর টাকা না দিলে আমাদের নাম কেটে দেওয়ার হুমকি দেয় মহিলা মেম্বার নাছিমা বেগম। আরো বলেন, টাকা না দিলে কাজ করলেও অনুপস্থিত দেখানো হবে । যারা টাকা দিবে তারা বাটিতে মাঠি কাটবে ।আর যারা টাকা দিবে না, তাদের পেটে পা তুলে দিয়ে কাজ করাও ।
শ্রমিকরা বলেন , ইউপি সদস্য একরামুল ও মহিলা ইউপি সদস্য নাছিমা বেগম আমরা ২০০০ হাজার টাকা চাচ্ছেন টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও নাম কেটে দেওয়ার হুমকি দেন ।
ইউপি সদস্য একরামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব ভুয়া , আমি কোন টাকা নেই নাই, কাজের জন্য চাপ দিয়েছি বলেই আমার উপর মিথ্যা অভিযোগ করছে ।
ইউপি মহিলা সদস্য নাছিমা বেগম বলেন, এগুলো মাঝে মধ্যে শয়তানি ( মশকরা) করে বলি। যারা এসব বলেছে মিথ্যা বলেছে।
বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ বলেন, যারা অসহায় দরিদ্র মানুষের কাছে এভাবে টাকা নেয়। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমি মনে করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচিতে কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি দেখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network