৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ভারতীয় তরুণী বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী

আপডেট: জানুয়ারি ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সেলুনে এক খারাপ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে চুলের বেণী কাটা বন্ধ করেছিলেন ১৭ বছর বয়সী ভারতীয় তরুণী নীলাংশী পেটাল।

গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারীর খেতাব ধরে রেখেছেন তিনি।

গুজরাটের মোডাশা শহরে তার জন্ম।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্সে এবার তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙে ফেলেছেন।

২০১৭ সালে তার চুলের দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৫ সেন্টিমিটার।

পরের বছরের ডিসেম্বরে সেটি আরও বেড়ে ১৯০ সেন্টিমিটারে রূপ নিয়েছে।

খারাপ অভিজ্ঞতার কারণে গত ১১ বছর ধরে এই তরুণী নরসুন্দরের কাছে যান না।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, সেলুনে আমার মারাত্মক খারাপ এক অভিজ্ঞতা হয়েছিল।

এর পর থেকে চুল কাটা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকতে হচ্ছে আমাকে।

চুল যাতে মাটিতে ছুঁয়ে না যায়, এ জন্য তাকে উঁচু হিলের জুতা পরতে হচ্ছে।

তিনি বলেন, চুল বড় রাখতে আমার ইচ্ছার প্রতি বাবা-মায়েরও সায় রয়েছে।

এতে আমার চুল নতুন করে মুগ্ধতা পেয়েছে।

সপ্তাহে একবার আমাকে চুল ধুইতে হয়।
এ ছাড়া এই সময়ে এক কিংবা দুবার চুলে তেল মাখি।

নীলাংশী আরও বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লেখাতে পেরে আমি খুবই খুশি।

এটি আমার জীবনের নতুন অধ্যায়।

পুরো বিশ্ব আমাকে চিনতে শুরু করেছে।’

ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় নীলাংশী।

তার পড়াশোনার ক্ষেত্রে এত লম্বা চুল কখনও বাধা হয়নি বলে জানিয়েছেন তিনি।

যখন তার মা চুলে তেল মাখান বা জট ছাড়াতে বসেন, নীলাংশীর হাতে বই থাকে।

নিজের মতো পড়া চালিয়ে যেতে থাকেন নীলাংশী।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network