স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরসন ও ২০২৫ সালের মধ্যে সকল প্রকারের শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারাবদ্ধ।
সেই প্রেক্ষিতে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজ শনিবার বিকাল ৪টায় নগর ভবন সম্মুখে বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হবে।
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে আনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নিজান সুফিয়ান এমপি।