• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ২ দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা, ২ জনের জেল

report71
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯, ০২:৫৩ পূর্বাহ্ণ
বরিশালে ২ দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা, ২ জনের জেল

বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশে পঁচাবাসী দধি-মিষ্টি বিক্রির অপরাধে দুটি দোকান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২ জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বুধবার বিকালে এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ উল্লেখ না থাকা পঁচাবাসী মিষ্টি ও দধি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক অনুযায়ী মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী মধুসুদন ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে বাস্ট্যান্ডের সাতক্ষীরা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক গোকুল ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার রবিন দাসকে ২০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।