মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র ৯৭তম প্রয়াণ দিবসে আজ ৭ই নভেম্বর সন্ধ্যা ৬টায় অশ্বিনী কুমার হলের দোতলায় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কার্যালয়ে মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ, বরিশাল স্মরণানুষ্ঠানের আয়োজন করে। স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি স্নেহাংশু কুমার বিশ্বাস। বক্তারা বলেন অশ্বিনী কুমার ছিলেন সর্বভারতীয় নেতা। তাঁর লেখা বই তখনকার ১০০টি সেরা বইয়ে স্থান করে নেয়। অশ্বিনী কুমার ভারতের একমাত্র লোকনায়ক। তিনি রাজনীতিতে হিন্দু মুসলমান সবার প্রাণ ছুঁয়েছিলেন। তাঁর লেখা নিয়ে তপংকর চক্রবর্তীর লেখা বই চারটি প্রকাশনী থেকে একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে। এই বইগুলো মানুষ কিনেছে-পড়েছে। সুতরাং অশ্বিনী কুমার এখনও বেঁচে আছেন আমাদের মাঝে। বক্তারা আরও বলেন, স্মৃতি সংসদের যে দাবি তা এখন আমাদের সবার দাবি-জাতির দাবি। অশ্বিনী কুমাররা মানুষকে ভালোবাসতেন- যা কিছু করেছেন মানুষকে ভালোবেসে করেছেন। অশ্বিনী কুমারের বাসস্থানে অবস্থিত বরিশাল কলেজের নামটি অশ্বিনী কুমারের নামে নামকরণের দাবি জানান বক্তারা। মহাত্মার আদর্শ ও জীবন দর্শনের উপর বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সম্পাদক মিজানুর রহমান, কবি ছড়াকার অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, সরকারি বরিশাল কলেজের সহযোগী অধ্যাপক লতিফা আক্তার, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথি, স্মৃতি সংসদের সহসভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক রোকন বেপারী, সহ-সাধারণ সম্পাদক শাহেদ প্রমূখ। স্মরণানুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সহ-সাধারণ সম্পাদক আশরাফুর রহমান সাগর। স্মরণানুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর সরকার, সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কর, ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহাসহ স্মৃতি সংসদ ও অন্যান্য সংগঠনের শিল্পী-কর্মী-সদস্যবৃন্দ।