২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মেহেন্দিগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহক সেবা প্রশ্নবিদ্ধ! অকেজো থাকছে সিসি ক্যামেরা!

আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

মনির দেওয়ান, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥

মেহেন্দিগঞ্জে সোনালী ব্যাংক ম্যানেজারের অস্বচ্ছতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে গ্রাহক সেবার মান। ব্যাংকটির মেহেন্দিগঞ্জ শাখার ক্যাশ কাউন্টারে প্রায়ই গ্রাহকদের সাথে বাগ্বিত-ায় ব্যস্ত থাকেন ক্যাশিয়ার আব্দুল কাইয়ুম। ক্যাশিয়ার আব্দুল কাইয়ুম এর ব্যবহার ও কর্মকা-ে অসন্তুষ্ট ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকরা। ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা আনুমানিক ১টার দিকে সোনালী ব্যাংক মেহেন্দিগঞ্জ শাখায় বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকা উত্তোলন করতে আসেন প্রবাসীর স্ত্রী মোর্শেদা বেগম। এসময় ক্যাশ কাউন্টার থেকে ক্যাশিয়ার আব্দুল কাউয়ুম পঞ্চাশ হাজার টাকার পিনআপ করা একটি বান্ডেল ও আলাদা একহাজার টাকাসহ মোট একান্ন হাজার টাকা গ্রাহক মোর্শেদা বেগমকে প্রদান করেন। মোর্শেদা বেগম তখন কাউন্টারের পাশেই দাঁড়িয়ে এসবি হিসাবে জমা দেওয়ার জন্য বান্ডেলের পিন খুলে ত্রিশ হাজার টাকা আলাদা করতে গিয়ে দেখেন বান্ডেলটিতে পাঁচশত টাকার ১১টি নোট কম। সাথে সাথে বিষয়টি তিনি ক্যাশিয়ার আব্দুল কাইয়ুমকে অবহিত করলে তিনিও গুনে দেখেন ১১টি পাঁচশত টাকার নোট (৫৫০০ টাকা) কম। প্রবাসীর স্ত্রী মোর্শেদা বেগম তাৎক্ষণিক ঘটনাটি ব্যাংক ম্যানেজার কেফায়েত উল্লাহকে অবহিত করলে ব্যাংক ম্যানেজার কেফায়েত উল্লাহ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। বিষয়টি গ্রাহক মোর্শেদা বেগম বুঝতে পেরে স্থানীয় সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম টেনু খন্দকারকে সাথে নিয়ে ব্যাংক ম্যানেজারের নিকট ব্যাংকে বসানো সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখানোর আবেদন করেন। মোর্শেদা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক ম্যানেজার কেফায়েত উল্লাহ কালক্ষেপণ শুরু করে কখনো বলেন ক্যামেরা নষ্ট, কখনো বলেন ক্যামেরায় ফুটেজ সেভ হয়না এবং পরবর্তীতে সময় চেয়ে বলেন সাত কর্মদিবসের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ দেখাবেন। কিন্তু গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সাত কর্মদিবস শেষ হলেও ব্যাংকের ভিতরে ধারণ করা ভিডিও ফুটেজ দেখাতে পারেননি ওই কর্মকর্তা। ফলে প্রতিনিয়ত আর্থিক ক্ষতিসহ হয়রানির শিকার হচ্ছেন ওই বাংকে সেবা নিতে আসা গ্রাহকরা। বিষয়টি নিয়ে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ যদি সংরক্ষণে না থাকে তাহলে এই সিসি ক্যামেরা কাদের স্বার্থে? এ বিষয়ে সোনালী ব্যাংক মেহেন্দিগঞ্জ শাখার ম্যানেজার মোঃ কেফায়েত উল্লাহ্’র নিকট জানতে চাইলে তিনি বলেন, সিসি ক্যামেরায় কোন ভিডিও সেভ হয়নি। ঘটনাটি ক্যামেরা প্রতিষ্ঠানে আবেদন করে জানিয়েছি, তারা ঢাকা থেকে আসলে বিষয়টি দেখা হবে বলে জানান তিনি। নাম না প্রকাশের শর্তে ব্যাংকের এক গ্রাহক বলেন, কর্মকর্তাদের অসৎ উদ্দেশ্যেই অকেজো থাকছে সিসি ক্যামেরা। নোট কেলেংকারি থেকে শুরু করে এই ক্যাশ কাউন্টারে প্রায়ই চলে এধরনের কর্মকা-। তবে বেশীর ভাগই হয়রানির শিকার হন মহিলা গ্রাহকরা। গ্রাহকদের দাবি বিষয়টির প্রতি এখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি না দিলে দু’একজনের বিতর্কিত কর্মকা-ের জন্য ব্যাংকের অর্জিত সুনাম ক্ষুন্ন হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network