৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

করোনা আতংকের মধ্যে বরিশালে শুরু হয়েছে আন্তর্জাতিক বানিজ্য মেলা

আপডেট: মার্চ ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
  • স্টাফ রিপোর্টার

করোনা ভাইরাসকে কেন্দ্র করে সরকারের নেওয়া সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বরিশালে শুরু হল আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বাণিজ্য মেলার দুয়ার খোলা হয়।

কিন্তু মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে বিশিষ্টজনেরা কেউ উপস্থিত থাকতে রাজি না হওয়ায় নামকাওয়া¯েÍ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় মেলা।

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে এ মেলা উদ্বোধনের মধ্য দিয়ে ঝুঁকিতে ফেলা হয়েছে নগরীর কমপক্ষে পাঁচ লাখসহ আশপাশের মানুষদের।

সচেতন নাগরিকরা বলছেন, সব সময় ব্যবসায়িক চিন্তা ধারণ করে দি চেম্বার অব কমার্স এত বিশাল জনসংখ্যাকে ঝুঁকিতে ফেলার এখতিয়ার রাখেনা।

বাণিজ্য মেলার বিষয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, বাণিজ্য মেলা সম্পর্কে তারা কিছুই জানেন না।

তবে বেশি লোক সমাগমের স্থানে অবস্থান না করার জন্য স্বাস্থ্য বিভাগ বেতার, টেলিভিশন ও পত্রিকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এদিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রশাসনের সকল অনুরোধ উপেক্ষা করে আয়োজকরা জনসমাগমের জন্য বাণিজ্য মেলা চালু করেছেন।

এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশনাও তারা মানছেন না।

ওদিকে করোনা ঝুঁকির মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার ছাড়পত্র কিভাবে পেলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সংবাদ পেয়ে সরেজমিন পর্যবেক্ষণে পুলিশ কমিশনারের নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসিকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, বাণিজ্য মেলার অনুমতি আগেই পেয়েছিল।

কিন্তু উদ্বোধন হয়নি।

ব্যবসায়ীরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে অনানুষ্ঠানিকভাবে দোয়া-মোনাজাতের মাধ্যমে চালু করেছে শুনেই মেলার মাঠে এসেছি।

এখানকার পরিস্থিতি কমিশনার স্যারকে জানাবো।

তিনি পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

মেলার সঙ্গে সম্পৃক্ত এক ব্যবসায়ী জানান, প্রতি বছরের ন্যায় এবারও নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন মেরিন ওয়ার্কশপের মাঠে ৪টি প্যাভেলিয়ন, শিশু কর্নারসহ ৬৫টি স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।

মিলাদের মাধ্যমে এর কার্যক্রম শুক্রবার শুরু করেছেন।

তবে মেলা আন্তর্জাতিক হলেও করোনা আতঙ্কে বিদেশিরা কোনো স্টল এবার রাখতে আগ্রহ প্রকাশ করেনি।

মেলায় মুজিববর্ষের ছবি ও মুজিব গ্যালারি রাখা হয়েছে।

আগামী এক মাসের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এ মেলার অনুমোদন দিয়েছে।

এদিকে মেলার উদ্বোধনে সবগুলো স্টল প্রস্তুত না হলেও মেলা শুরুর খবর শুনে মানুষের ভিড় বাড়ে প্রাঙ্গণে।

অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ ভাইরাস সারা বিশ্বে মহামারি ঘোষণা করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।

পাশাপাশি করোনা ভাইরাস আক্রান্ত অনেকগুলো রাষ্ট্রের ভিসা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল।

ফলে বাংলাদেশের সাথে আকাশ পথে অনেক দেশের যোগাযোগই এখন বন্ধ।

এমনকি স্কুল-কলেজে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হয়েছে।

কথা চলছে স্কুল বন্ধ করা হবে কিনা?

এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

এর মধ্যে শুধু চীনেই মারা গেছেন ৩ হাজার ১৭৬ জন।

বার্তা সংস্থা এএফপির হিসাবে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজারে।

এদিকে করোনা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি।

ইউনিভার্সিটির গবেষকদের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ৬৮ হাজার মানুষ সুস্থ হয়েছে।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন বলে রোববার (৮ মার্চ) সরকারের রোগতত্ত¡ রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ঘোষণা দেয়।

এরপর থেকে বরিশাল বিভাগের ৩ জেলার ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়।

তবে এদের মধ্যে এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

তবে পরীÿা নিরিÿা চলছে। জেলা ও উপজেলা স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারেন্টাইনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস বলেন, বিভাগের ৪ জেলায় ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলাগুলো হচ্ছে ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী।

বরিশাল জেলা প্রশাসন রাষ্ট্রের পক্ষে করোনা প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারনা চালাচ্ছে।

অথচ ঝুঁকির মধ্যেও বরিশালে বাণিজ্য মেলা চালু হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে বিশ্বব্যাপী দুর্যোগ করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে কার স্বার্থে বরিশালে বাণিজ্য মেলা শুরু করা হলো জনমনে এখন এটাই প্রশ্ন।

জানা গেছে, গোয়েন্দা সংস্থাগুলো এ রকম দুর্যোগ মুহূর্তে বরিশালে বাণিজ্য মেলার আয়োজনে ঘাপটি মেরে থাকা নেপথ্যের বেনিফিসারিদের চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছে।

করোনা ভাইরাসের এ দুর্যোগ মুহূর্তে মুক্তিযোদ্ধা পার্কের সামনে বাণিজ্য মেলার উদ্বোধনের ব্যাপারে জানতে চাইলে মুক্তিযুদ্ধকালীন ৯ নং সেক্টরের নৌ কমান্ড গ্রæপের কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার বলেন, সরকার যেটা চায় না সেটা কোনক্রমেই হওয়া উচিত নয়।

করোনা ভাইরাসের নাম শুনলেই যেখানে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে সেখানে এরূপ জনসমাগম ঘটানো উচিত নয়।

এছাড়া মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন কর্মসূচী জনসমাগমের কারণে পরিহার করেছেন, সেখানে কে বা কারা এ ধরনের জীবন বিধ্বংসী ভাইরাসের মধ্যে জনসমাগম ঘটিয়েছেন তা বের করে শা¯িÍমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে দি চেম্বার অব কমার্সের সভাপতি বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু মুঠোফোনে কথা বলতে রাজি হননি।

রিন্টু জানিয়েছেন, তার স্বজন স্কয়ার হাসপাতালে ভর্তি থাকায় তিনি ব্য¯Í আছেন।

এদিকে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বাণিজ্য মেলার অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয়।

তারপরও বরিশালে যারা অনুমতি পেয়েছেন তাদের জনস্বার্থে কয়েকদিন পরে মেলা চালু করার অনুরোধ করেছিলাম।

কারণ প্রধানমন্ত্রী এখন জনসমাগম করতে নিষেধ করেছেন।

কিন্তু অনুরোধ উপেক্ষা করে মেলা চালু করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জনৈক বিচার বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই মুহূর্তে বিষয়টি খুবই দুঃখজনক।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান জানান, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে বরিশালে বাণিজ্য মেলা উদ্বোধন হবে এটা আমরা জানতাম না।

আমরা জানতাম তারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন এনেছে এবং প্রস্তুতি গ্রহণ করছে।

এ বিষয়ে আমরা ইতোমধ্যে তাদের সাথে কথা বলেছি।

তাদের বুঝিয়েছি এবং এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আমরা খুব দ্রæত পদÿেপ গ্রহণ করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network