২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

আমি ঈশ্বরকে সব বলে দিবো’ -সালেহ মাহমুদ শেলী

আপডেট: এপ্রিল ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনা, একটু ক্লান্ত হও
এবার ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়
ঘুমিয়ে কেন তুমি পড়না
করোনা, আমি বাঙালী
আমি জানি, আমি সবকিছু জানি
তবে, আমি কিছুই নাহি মানি
আমাকে ভয়, তুমি দেখিয়েও না
একদম দেখিয়েও না
আমি দেশে-বিদেশে নামিদামী
বিরাট ব্যবসায়ী, ম্যাজিক জানি,
টাকাকে, ডলার বানাতে পারি
বেগম পাড়ায় আমার বাড়ি
এখন সুযোগ এসেছে
হাতছাড়া করতে তুমি দিও না
করোনা, আমি বাঙালী
আমাকে তুমি চেন না
আমি মন্ত্রিসভার লোক
যা মুখে আসে তাই বলি
বিরুদ্ধে, নেই কোন অভিযোগ
একটু ছাড় দিও
গলাটিপে তুমি ধরোনা
জনগনকে আবল তাবল বলতে হবে
এ কথা, কেন তুমি বোঝ না
একবার বোঝার চেষ্টা
কেন তুমি করোনা
আমি বলি, ‘তোর ভয় কিসের
পালিয়ে যা, চেম্বার ছেড়ে
যেখানে পারিস সেখানে যা’
তোর মাথায় কাঁঠাল ভেংগে
প্রধান মন্ত্রীকে বলি,
তোরা থাকিস ঘরের কোণে কোণে
ষোল লাখ পিপিই অহেতুক
পড়ে আছে বনে বনে
আমি আমলা, আমি কামলা নই
ঘরে বসে আছে ছেলেমেয়ে-বৌ,
করে চেঁচামেচিঁ,
ভিডিও কনফারেন্স করে বেঁচে আছি
আদেশ করি মেহনতি জনগনের
উপর কর হামলা
আমি আবারও প্রধান মন্ত্রীকে
কানে কানে বলি এরা গার্মেটনস
শ্রমিক, ওরা পাঠার দল
এবার ওদের দেও বলি
আমার সরকারের দেয়া চাল
আমার সংগপঙ্গ লুটেপুটে নিলো
সংগে নিলো গরীবের ঘরে
ছোট্ট মেয়েটির বুকে লুকানো
এক মুঠো ডাল
হে করোনা দোহাই তোমার
একদম করো না করুণা
এমন সময় আমার গলাটিপে
তুমি ধরো না।
না না কোরোনা, কেন তুমি বোঝ না
তুমি একদম বোঝ না
চারদিকে মৃত্যুর ঝড়
পৃথিবী কুণ্ঠিত
সবাই গুনছে প্রহর
ও শিশুটির কথা তুমি শুনো না
ওর কথা একদম শুনো না
‘আমি ঈশ্বরকে সব বলে দিবো’
এ পৃথিবী তোমার একার নয়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network