১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

আমতলীতে তরমুজ নিয়ে দুটি ট্রাক উধাও

আপডেট: এপ্রিল ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকার গাজীপর থেকে তরমুজ বোঝাই করে দুটি ট্রাক উধাও হয়ে গিয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী মোশাররফ হোসেন লালনশাহ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক জাহিদ সিকদার ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেছেন। পুলিশ তরমুজ বোঝাই ট্রাক দুটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
জানাগেছে, ময়মনসিংহ সদর আখুয়া গ্রামের মোঃ মোশাররফ হোসেন আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরে গত দুই বছর ধরে তরমুজের ব্যবসা করে আসছিল। গত বৃহস্পতিবার পটুয়াখালীর জাহিদ সিকদারের লালনশাহ ট্রান্সপোর্ট ও কমিশন এজেন্সি থেকে ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন দুটি ট্রাক ভাড়া করেন। গাজীপুর থেকে তরমুজ বোঝাই করে চট্র- মেট্রো-ট-১১-৬১২৫ ট্রাকটি ময়মনসিংহ এবং ঢাকা মেট্রো-ট-২০-১৬২২ ট্রাকটি টুঙ্গি গাজীপুর পাঠায়। কিন্তু ট্রাক দুটি গত চারদিনেও গন্তব্য স্থানে পৌছেনি। ওই ট্রাক দুটির চালক মোঃ রাসেল ও তামিমের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। এনিয়ে ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মোঃ জাহিদ সিকদার ও তার সহযোগী আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তার উল্টাপাল্টা কথা বলছে এমন অভিযোগ ব্যবসায়ী মোশাররফ হোসেনের। এ ঘটনায় মঙ্গলবার তরমুজ ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মোঃ জাহিদ সিকদার ও তার সহযোগী মোঃ আবুল কালামের বিরুদ্ধে পটুয়াখালী সদর অভিযোগ দিয়েছেন। পুলিশ তরমুজ বোঝাই ট্রাক দুটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সোহেল রানা বলেন, তরমুজ ব্যবসায়ী মোশাররফ হোসেন দুটি ট্রাকে তরমুজ বোঝাই করে একটি ময়মনসিংহ এবং একটি টুঙ্গি গাজীপুর পাঠিয়েছে। ওই ট্রাক দুটি বর্তমানে নিখোঁজ রয়েছে। দ্রæত ট্রাক দুটি উদ্ধারের দাবী জানাই।
তরমুজ ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন বলেন, আট লÿ টাকার তরমুজ বোঝাই করে দুটি ট্রাক ময়মনসিংহ ও টুঙ্গি গাজীপুর পাঠিয়েছি। গত চারদিন অতিবাহিত হয়ে গেলেও ট্রাক দুটির কোন হদিস পাচ্ছি না। ট্রাক চালকদের মোবাইল নম্বর বন্ধ রয়েছে। প্রশাসনের কাছে দ্রæত ট্রাক দুটি উদ্ধারের দাবী জানাই।
লালনশাহ ট্রান্সপোর্ট ও কমিশন এজেন্সির মালিক মোঃ জাহিদ সিকদার ট্রাক ভাড়া দেওয়ার কথা স্বীকার করে বলেন, তরমুজ বোঝাই ট্রাক দুটি এখন কেন গন্তব্য স্থানে পৌছেনি তা আমি জানিনা। তবে ট্রাক দুটির সন্ধান চলছে।
পটুয়াখালী থানার ওসি মোঃ মোর্শ্বেদ আলম বলেন অভিযোগ পেয়েছি। ট্রাক দুটি উদ্ধারের চেষ্টা চালছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network