২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

আবুধাবিতে নাসিরের দারুন বোলিং

আপডেট: জানুয়ারি ২৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আবুধাবি টি-টেন টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন নাসির হোসেন। তাঁর এমন বোলিংয়ের দিনে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পুনে ডেভিলস ।

গতকাল বৃহস্পতিবার নাসিরের নেতৃত্বে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৭ উইকেটে হারায় পুনে ডেভিলস। বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন নাসির। অথচ ঘরের মাঠে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিটনেস পরীক্ষায় পাস না করতে পারায় খেলতেই পারেননি নাসির।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা ডেকানের ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন নাসির। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে ৯ রান দিয়ে দুই ওপেনার সুনিল নারাইন ও মোহাম্মদ শাহজাদকে সাজঘরে পাঠান তিনি। এরপর সপ্তম ওভারে বোলিংয়ে এসে আউট করেন প্রশান্ত গুপ্তাকে। এর মধ্যে দলটির অধিনায়ক পোলার্ডকে ফেরান মুনিস আনসারি। পুনে ডেভিলসের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত ১০৪ রানে থামে ডেকান গ্ল্যাডিয়েটর্স। ১৩ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন আজম খান। ১৭ বলে ২৫ রান করেন ক্যামেরন ডেলপোর্ট।

জবাব দিতে নেমে চার বল হাতে রেখে জয় তুলে নেয় নাসিরের দল। দলকে জয়ের কাছে নিতে অবদান রাখেন লুইস। ২৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ১১ বলে ১৮ রান করেন চ্যাডউইক ওয়ালটন। নাসিরকে আর ব্যাটিংয়ে নামতে হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

ডেকান গ্ল্যাডিয়েটর্স : ১০ ওভারে ১০৫/৫ (শাহজাদ ৮, নারাইন ১, ডেলপোর্ট ২৫, পোলার্ড ২, প্রশান্ত ১৭, আজম ৩৭*, ইমতিয়াজ ৬*; আমির ২-০-২০-০, নাসির ২-০-১৮-৩, ভিলিওন ২-০-২৪-০, আনসারি ২-০-১-২, ভিসনিভস্কি ১-০-১২-০, কারান ১-০-১৭-০)

পুনে ডেভিলস : ৯.২ ওভারে ১০৬/৩ (টম কোলার-ক্যাডমোর ১২, লুইস ৫৭*, চ্যাডউইক ১৮, রাসুলি ৬, আসিফ ৬*; নারাইন ২-০-১৮-১, রামপাল ২-০-১৩-১, তাহির ২-০-১৬-০, জহুর ২-০-২৪-১, সামার্স ১-০-১৮-০, পোলার্ড ০.২-০-১২-০)

ফল : পুনে ডেভিলস ৭ উইকেটে জয়ী।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network