১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

দিঘীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোন মামলা করার প্রমান মেলেনি

আপডেট: মার্চ ১০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

“তুমি আছো তুমি নেই” সিনেমা এ নিয়েই চলছে তুমুল আলোচনা, তর্ক বিতর্ক যেন শেষ নেই। নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে দীঘীর বিপক্ষে কোটি টাকার মানহানি মামলার কথা জানিয়েছিলেন এই সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, দীঘি সহ তার বাবা ও মামার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মামলার নম্বর দেখাতে পারেনি তিনি। ঝন্টু জানায়, তার আইনজীবীর নাম মোহাম্মদ ফোরকান মিঞা।

বুধবার বিকালে ও সন্ধ্যায় গণমাধ্যমের সাথে দুই দফায় তিনি মামলার ব্যাপারটি নিশ্চিত করে বলেন,তিনি বলেন ঢাকার জজ কোর্টে মামলা করেছি। আমার আইনজীবী মোহাম্মদ ফোরকান মিঞা।

আইনজীবী ফোরকান মিঞা বলছেন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ভাই আমার কাছে এসেছিলেন। কিন্তু যে মামলার কথা বলা হচ্ছে এ ধরনের কোনো মামলাই হয়নি। তা ছাড়া মামলা করতে হলে তো কাগজপত্রে স্বাক্ষর করতে হয়, কিন্তু উনি তো আমার সঙ্গে আলাপ করেই চলে গিয়েছেন। তিনি কোনো কাগজে স্বাক্ষর করেননি।

আগামী ১২ই মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার পোস্টার ও ট্রেলারে দেখে হতাশ হয়েছেন দর্শকদের অনেকেই । সিনেমায় শিশু অভিনেত্রী হিসেবে দীঘি যতটা জনপ্রিয়, ঠিক ততটাই সমালোচনা হচ্ছে তার প্রথম সিনেমা নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, এই সিনেমার ট্রেলার দেখে নিজের ভালো না লাগার কথা জানালে দীঘির উপর ক্ষুব্ধ হন দেলোয়ার জাহান ঝন্টু।

শিশুশিল্পী হিসেবে ৩০টি ছবিতে অভিনয় করে তিনবার ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন দীঘি। তবে নায়িকা হিসেবে ‘তুমি আছো তুমি নেই’ ছবির মাধ্যমে তার অভিষেক হচ্ছে। এ ছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network