১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

জাদুকাটায় উজানের পাহাড়ি ঢলের পানিতে দুই সহোদর নিখোঁজ, অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার

আপডেট: জুন ৩০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
টানা বৃষ্টিপাতে সীমান্তের ওপার হতে উজানের পাহাড়ি ঢলের পানিতে পড়ে একই পরিবারের দুই সহোদর নিখোঁজ হয়েছেন। একই সাথে উজানের পাহাড়ি ঢলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্যার করেছে থানা পুলিশ।
বুধবার সন্ধায় সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, উপজেলার ইসলামপুর গ্রামের পশ্চিমে হাওরে থাকা ঢলের পানিতে ভেসে আসা ৪৫ বছর বয়সি এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত লাশ উদ্যার করা হয়েছে।
তিনি আরো বলেন, লাশ উদ্যারের পর মর্গে পাঠানো হয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত হতে জিডি মুলে দেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।
অপরদিকে সীমান্ত নদী জাদুকাটা দিয়ে দৈয়ে আসা উজানের পাহাড়ি ঢলের পানিতে পড়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের একই পরিবারের দুই সহোদর নিখোঁজ হয়েছেন।
উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মস্তু মিয়ার শিশু পুত্র মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম (৭) মঙ্গলবার বিকেলের দিকে নিখোঁজ হন।,
বুধবার সন্ধায় উপজেলার মিয়ার চর গ্রামের মস্তু মিয়া জানান, উপজেলার মিয়ারচর গ্রামের বাড়ি হতে উজানের পাহাড়ি ঢলের পানি দেখতে স্থানীয় মিয়ারচর বাজার সংলগ্ন নদী তীরে রাখা বলগেট (ইঞ্জিন চালিত) নৌকায় উঠে আমার শিশু পুত্র মেরাজুল ইসলাম।
আমার অপর শিশু সন্তান মেরাজুল বিষয়টি দেখে বাজারে আমাকে জানানোর পর তাকে ছোট ভাইকে বাড়ি ফিরিয়ে আনতে নদীর তীরে পাঠাই। এরপর দুই সহোদরই আর বাড়ি[ ফিরে আসেনি।
তিনি আরো বলেন, আমাদের পরিবার ও এলাকার লোকজনের ধারণা ঢলের পানিতে পড়েই আমার দুই শিশু সন্তান নিখোঁজ হয়েছেন।,
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, বুধবার সকাল হতে সন্ধা অবধি বিশ্বম্ভরপুর হতে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্তল জাদুকাটায় সন্ধান চালালেও দিনভর ওই দুই সহোদরের সন্ধান মেলেনি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network