১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ইতালির রোমে শারদীয় দুর্গাপূজায় ছিল ব্যাপক আয়োজন

আপডেট: অক্টোবর ৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

ইতালি প্রতিনিধিঃ
জগতের কল্যাণ প্রার্থনায় করোনা পরবর্তী নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার শারদীয় উৎসব‌ ঝাঁকজমকপূর্ণভাবে ইতালি‌ রোমে ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল এন্ড কালচার এসোসিয়েশন ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজনে দুটি পুজা মন্ডপে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে ইতালিতে উদযাপিত হয় দুর্গা উৎসববের নানা আয়োজন। জগতের কল্যাণ প্রার্থনায় ৫ দিন ব্যাপী পূজার মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম ছিলো‌‌ চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত হয় ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল এন্ড কালচার এসোসিয়েশনের পূজা মন্ডপ ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজিত পূজামণ্ডপগুলো। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন বিদেশিরাও। পূজার উৎসবে কোনো ঘাটতি ছিল না সহযোগিতা, সহানুভূতি, সৌহার্দ্য ও সৌজন্যবোধ প্রকাশে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান রোমের দুটি পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তার পক্ষ থেকে শুভেচ্ছা ও জানান।
১৯৯৪ সাল থেকে ইতালিতে দুর্গাপূজা হয়ে আসছে। এর মধ্যে শুধু একবারই রোমের মধ্য দিয়ে বয়ে যাওয়া দেভেরে নদীতে প্রতিমা বিসর্জনের সুযোগ হয়েছিল। এবার ঘট বিসর্জনের মধ্য দিয়ে বিজয় দশমীতে মা দুর্গাকে বিসর্জন দেয়া হয়।
অশুভ শক্তির বিরূদ্ধে শুভশক্তির সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ থাক যুগ থেকে যুগান্তরে শারদীয় দুর্গোৎসবে এমন প্রত্যাশা করেন ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল এন্ড কালচার এসোসিয়েশন সাবেক সভাপতি অনুপ কুমার।
এদিকে হিন্দু উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব দেবনাথ আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে উল্লেখ করে সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network