১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

২০২৫ সালে রেকর্ড ৫ লাখ অভিবাসী নেবে কানাডা

আপডেট: নভেম্বর ৬, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃকানাডা শ্রম ঘাটতি পূরণে ২০২৫ সালের মধ্যে রেকর্ড ১৪ লাখ ৫০ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করছে। বুধবার (২ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট থেকে এ তথ্য জানা যায়।খবর বাপসনিউজ।

মঙ্গলবার (১ নভেম্বর) কানাডার অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার এক সংবাদ সম্মেলনে বলেন, করোনা মহামারী পর তীব্র শ্রমিক সংকটে পড়েছে কানাডা। তাই সংকট মোকাবেলায় আগামী ২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসীকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য পরিকল্পনা করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে কানাডা চার লাখ ৬৫ হাজার নতুন অভিবাসীকে নেওয়া হবে। যা ২০২৫ সালে বেড়ে পাঁচ লাখে পৌঁছোবে৷ এছাড়াও গত এক বছরে চার লাখ পাঁচ হাজার অভিবাসী নেওয়া হয়েছে।যদিও কানাডা সরকার এর আগে বলেছিল, তারা সরকারি সহায়তা পায় এমন শরণার্থীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে আনবে। যা ২০২৩ সালে ২৩,৫৫০ থেকে ২০২৫ সালে ১৫,২৫০ এ দাঁড়াবে৷
তবে ২০১৫ সালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের স্বাগত জানানোর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এ বছর দেশটি চার লাখ ৩১ হাজার অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা করেছিল। বর্তমানে দেশটি যে পথে রয়েছে তাতে তারা ওই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে।
গত কয়েক বছরে কানাডা তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ব্যবসাখাত এবং স্বাস্থ্যখাতের মত জায়গায় দক্ষ শ্রমিকের তীব্র অভাব।
সেখানে অতি সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী গত অগাস্ট মাসে দেশটিতে নয় লাখ ৫৮ হাজার ৫০০টি পোস্ট খালি পড়ে ছিল। আর দেশটিতে মোট বেকারের সংখ্যা প্রায় ১০ লাখ।
ওইসব বেকারদের অধিকাংশই হয় অদক্ষ বা দেশের এমন অঞ্চলে বসবাস করেন যেখানে তাদের কাজের সুযোগ কম। ফলে তারা খালি পড়ে থাকা পদে কাজ করতে পারছেন না।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network