১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

নিউইয়র্কে বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বড়দিন উদযাপন

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়রপ্রতিনিধিঃ বড়দিন ২০২২ খ্রী: ।বেথেল ব্যাপ্টিষ্ট চার্চ নিউইয়ার্কে বড়দিন উদযাপন ।বড়দিন ২৫ ডিসেম্বর রবিবার যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করে, বেথেল ব্যাপ্টিষ্ট চার্চ । চার্চের সম্মানিত পাষ্টার, রেভা: লিটন অধিকারী,পবিত্র বাইবেল থেকে প্রভুর বাণী প্রচার করেন । ! প্রারম্ভ প্রার্থনা করেন ডরোথী অধিকারী ।
উপস্থাপনায় করেন, মণ্ডলীর সম্পাদক, মিখায়েল মধু ।
কয়ার পরিচালনা করেন, মায়া মধু , সংগে ছিলেন নীলিমা ,
শ্যামলী, মীনা । আমেরিকা -বাংলাদেশ ও সমগ্র বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন শিল্পী ও ডোনা । বড়দিনের বিশেষ উপাসনায় নিউইয়ার্ক এর বাইরে থেকে,
ক্যালিফোরনিয়া, বোস্টন ও আলবেনি থেকে ভক্তপ্রাণ বিশ্বাসী
অংশ গ্রহন করেন । প্রচণ্ড ঠাণ্ডার জন্য অনেকে আসতে পারেনি ।
এজন্য তারা দু:খ প্র্কাশ কোরেছেন । ঈশ্বরের অনুগ্রহ ও পবিত্র আত্মার উপস্হিতিতে সবাই আশীর্বাদে পূর্ণ হয়েছেন । ইম্মানূয়েল । আমেরিকা, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা

করেন, ডরোথী অধিকারী ও শিল্পী। যারা করোনায় আক্রান্ত, ঘরে ও হাসপাতাল এ আছেন, তাদের সুস্হ্য
তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বিভিন্ন সম্প্রদায়ের লোক, হিন্দু মুসলমান বৌদ্ধ, এই উৎসবে আমন্ত্রিত ছিলেন। সবার আন্তরিক ভালবাসার মধ্যদিয়ে, বড়দিনের অনুষ্ঠান অতি সুন্দর ভাবে সম্পন্ন হয় ।অনুষ্ঠান শেষে সবার জন্য বিশেষ খাবারের ব্যাবস্থা করা হয় । অনুষ্ঠানটি পরিচালনা করেন, মিখায়েল মধু (সেক্রেটারী । এবারের
বড়দিনের মূল সুর ছিল ।” মানুষ মানুষের জন্য “ ।
বড়দিন, আনন্দের দিন ।
বড়দিন, মহানন্দের দিন ।
বড়দিন, মহামিলনের দিন ।
বড়দিন, মানুষকে ভালবাসার দিন
বড়দিন,অন্যকে ক্ষমা কোরবার দিন
বড়দিন, নিজেকে নত কোরবার দিন
বড়দিন, নিজেকে নম্র কোরবার দিন
বড়দিন, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন মানব জাতির পুনর মিলনের দিন ।
বড়দিন, হৃদয় রুপ যাবপাত্রে যীশুকে
গ্রহন কোরে নুতন জীবনে প্রবেশ কোরবার দিন ।
ঘর সাজাতে বড়দিন , মন সাজাতেও বড়দিন ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network