১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গলাচিপায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর ছড়াছড়ি

আপডেট: নভেম্বর ৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

তারিখঃ ৮ নভেম্বর ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে গলাচিপা-দশমিনা আসনটি নিজের দখলে নিতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর ছড়াছড়ি। পটুয়াখালী-৩ সংসদীয় আসনটি জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। জাতীয় সংসদের ১১৩ তম আসন এটি। ভোটের রাজনীতিতে আসনটি বরাবরই আওয়ামী লীগের একচেটিয়া দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে আসনটিতে সর্বাধিক চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা প্রয়াত আখম জাহাঙ্গীর হোসাইন। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের বস্ত্র প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন নেতা তৃণমূল পর্যায়ে গণসংযোগসহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমানে সংসদ সদস্য থাকার সুবাদে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন এসএম শাহজাদা (এমপি)। প্রায় প্রতি মাসেই তিনি কোনো না কোনো উপলক্ষে গলাচিপা ও দশমিনা উপজেলার মাঠ পর্যায়ে গণসংযোগ করে যাচ্ছেন। আওয়ামী লীগের চারবারের সংসদ সদস্য ও বস্ত্র প্রতিমন্ত্রী থাকার সুবাদে দলটির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা আখম জাহাঙ্গীর হোসাইনের এ আসনের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কর্মী সমর্থক রয়েছে। প্রয়াত এই নেতার সুদীর্ঘ বছরের সঞ্চিত ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি দলীয় সমর্থন কাজে লাগাতে মাঠে নেমেছেন তার ছেলে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসম জাওয়াদ সুজন। অপরদিকে ব্যক্তিগত দান অনুদান, বেকার যুবকদের বেসরকারি খাতে কর্মসংস্থান ও বিভিন্ন দুঃসময়ে মানুষের পাশে থেকে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গত কয়েক বছরে মাঠ পর্যায়ে যথেষ্ট সাড়া ফেলেছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম মুকুল। তার বাবা গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এ্যাড. মো. আক্তারুজ্জামান প্রায় আড়াই যুগ উপজেলার ডাকুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন এবং মাতা রেনু বেগম একই উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পদে প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেন। এ বিষয়ে তিনি সাংবাদিক সঞ্জিব দাসকে বলেন, ‘আমি আশাবাদী দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমার মনোনয়নের বিষয়টি বিবেচনা করবেন।’ এদিকে মাঠে নেমেছেন সাবেক সেনা কর্মকর্তা ও বিজিবি মহাপরিচালক লে. জে. (অব.) মো. আবুল হোসেন আজাদ। অবসরের পর থেকেই এই আসনের তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও সরকারের নানামুখী উন্নয়নের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আরেক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা কামরান সাইদ প্রিন্স মহব্বতও বহু বছর ধরে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকার অসহায় মানুষদের দান অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে তার। হাল ছাড়ছেন না গলাচিপা উপজেলা আওয়ামী লীগের দুইবার নির্বাচিত সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করে রেখেছেন দীর্ঘদিন ধরে। তাই মনোনয়ের প্রত্যাশা আছে তারও। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক সঞ্জিব দাসকে বলেন, দুর্দিনে উপজেলা আওয়ামী লীগের হাল ধরে আজও দলকে সুসংগঠিত করে রেখেছি। ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নেতাকর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখেছি আজও রাখছি। নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি যাচাই বাছাই করে মনোনয়ন দেন তবে আমাকে দিবেন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগ নেতা মো. তসলিম সিকদার এই আসনটিতে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল আজীজ বলেন, ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে আওয়ামী লীগ করি। ১৯৮৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধারে দলটির দশমিনা উপজেলা কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত সবকটি সম্মেলনে একই কমিটির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করছি। ১৯৮৬ সাল থেকে প্রতিবারই দলীয় মনোনয়ন ফরম কিনেছি। কিন্তু একবারও পাইনি। আদু ভাইয়ের মতো সকলটাতেই ব্যর্থ হয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার নেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। আশা করি তিনি আমাকে বিবেচনায় নেবেন।’ এদিকে, কর্মীবান্ধব নেতাখ্যাত দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন আসনটির দুই উপজেলার তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করাসহ সরকারের উন্নয়নের প্রচার প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য এ্যাড. শাখাওয়াত হোসেন শওকতও মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগে যথেষ্ট ব্যস্ত সময় পার করলেও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। ১৯৯১ এর নির্বাচনে এ আসনে আ’লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করেছেন বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল বাতেন। সাবেক এই প্রতিমন্ত্রীর মৃত্যুর পর ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহান খান পরবর্তীতে বিএনপিতে যোগদান করে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সবগুলো নির্বাচনে আসনটি থেকে আ’লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করেছেন। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। বর্তমানে তারই ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান বাবার ত্যাগ ও স্বপ্ন ধরে রাখতে এ আসনের লড়াই করার ইচ্ছা পোষণ করেছেন এবং তিনি বলেন, আমার বাবা গলাচিপা-দশমিনা বিএনপি থেকে কয়েকবার নির্বাচন করেছেন। তার মৃত্যুতে তার স্বপ্নকে ব

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network