৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন,রোম -ঢাকা রুটে বিমান চালু ২৬মার্চ

আপডেট: মার্চ ৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

এমডি রিয়াজ হোসেন,ইতালিঃ
দীর্ঘ ৯ বছর পর রোম ঢাকা রোম রুটে বিমান চলাচল শুরু হচ্ছে। বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রী সেবাকে প্রাধান্য দিবে বাংলাদেশ বিমান
২৭ মার্চ থেকে রোম ঢাকা রোম রুটে আবার চালু হচ্ছে বাংলাদেশ বিমানের চলাচল। এ উপলক্ষে বাংলাদেশ বিমান রোমে আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। ডিস্টালের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের পরিচালক মার্কেটিং এন্ড সেলস মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ বিমানকে ইউরোপের ট্রানজিট পয়েন্ট হিসেবে নিয়ে আমরা কাজ করতে চাই। বাংলাদেশ বিমান যাত্রীদের সেবা নিশ্চিত করে সঠিক সময়ে চলাচল করবে এ রুটে।
দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই রুটে বিমান আবার চালু হচ্ছে উল্লেখ করেন তিনি,
ডিস্টালের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের ম্যানেজার কমার্শিয়াল প্রিচিং, রেজাউল হক, এজেন্সি ইন্টারলাইন ম্যানেজার শফিউদ্দিন আহমেদ, ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজুয়েয়ান, সিইও ফ্রান্সিসকো স্গামবেল্লুরি এবং সিএসবি ট্রাভেলস এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ বাবু, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি আফজাল হোসেন রোমান সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আগামী ২৬ শে মার্চ দিবাগত রাত সাড়ে তিনটায় বাংলাদেশ থেকে রোমের উদ্দেশ্যে বিমান ছেড়ে আসবে এবং ইতালির রাজধানী রোমে এসে পৌঁছাবে সকাল সাড়ে আটটায়। বাংলাদেশ বিমান ২৭ মার্চ সকাল দশটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রধানমন্ত্রীর ইতালি সফরকালে প্রবাসীদের দাবীর মুখে তিনি প্রতিশ্রুতি দেন পুনরায় রোম ঢাকা রুটে বিমান চালু করা হবে। আগামী ২৬ শে মার্চ বাংলাদেশী পতাকাবাহী বিমান ঢাকা বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্য ছাড়বেন।
এদিকে একই দিনে সন্ধ্যায় ইতালি প্রবাসী সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিমান কর্তৃপক্ষ তারা বলেন বিমান মাননীয় প্রধানমন্ত্রীর ইতালি প্রবাসীদের জন্য বিশেষ উপহার। সাংবাদিকদের এক প্রশ্ন বলেন প্রবাসীদের মরা দেহ আপাতত বিনামূল্যে না নেওয়া হলেও দূতাবাসের সাথে কথা হয়েছে। তাদের অনুরোধে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আলাপ করব বিষয়টি।
প্রবাসীদের প্রত্যাশা বিমান অন্য দেশের বিমানের সাথ প্রতিযোগিতায় টিকে থেকে দেখবেন লাভের মুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network