২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বরিশালে লুসির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

আপডেট: অক্টোবর ১২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা বাংলাদেশপ্রেমী ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। আজ শনিবার সকালে তিনি নগরের বগুরারোডস্থ অক্সফোর্ড মিশন চার্চে এ যান এবং সেখানে থাকা লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ তার শারীরিক খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। পাশাপাশি হাইকমিশনার কিছু সময় একান্তে লুসি হল্টের সঙ্গে কথা বলেন। পরে ভারতীয় হাইকমিশনার ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন চার্চও ঘুরে দেখেন। তিনি বেলা ১১টায় নগরের কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. মইদুল ইসলামসহ পাঠাগার সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশপ্রেমী ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। পরে তিনি বরিশাল সদর উপজেলার কড়াপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মিয়া বাড়ি মসজিদ পরিদর্শনে যান। এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় তিনি বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন চারণ কবি মুকুদ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সেখানে তিনি পূজা-অর্চনায় অংশ নেন। পরে মন্দিরের ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি মুকুন্দ দাস ছাত্রাবাসও পরিদর্শন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network