• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে দেড় লাখ মিটার জাল-ইলিশসহ ৮ জেলে আটক

report71
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ণ
বরিশালে দেড় লাখ মিটার জাল-ইলিশসহ ৮ জেলে আটক

বরিশালের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে আটক আট জেলেকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জেলার কালাবদর ও আড়িয়ালখাঁ নদীতে মৎস্য বিভাগের সহায়তায় নৌ পুলিশের অভিযানে দেড় লাখ মিটার জাল জব্দ করা হয়। অভিযানে ১০০ কেজি ইলিশসহ আট জেলেকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মুনিরা খাতুনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের ১ মাস করে কারাদণ্ড দেন। একই সাথে জব্দকৃত জাল ধ্বংস এবং ১০০ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল সদর নৌ পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।