২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

করোনা রোগীর কাছে খাবার পৌঁছে দিচ্ছে রোবট

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

সোমবার কেবল চীনের হুবেইপ্রদেশেই এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৩ জন মারা যান।

তবে আগের দিনের চেয়ে নতুন আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ কমেছে বলে খবরে জানানো হয়েছে।

মঙ্গলবার হুবেই স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের চিকিৎসক, নার্স থাকলেও রোগীর কাছে খাবার পৌঁছে দিচ্ছে রোবট।

বিষয়টি নিয়ে হয়তো আপনি অবাক হচ্ছেন।

চীনের নানজিংয়ের এক হাসপাতালে সম্প্রতি এমনই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

ওই হাসপাতালে রোবটের মাধ্যমেই রোগীর কাছে পৌঁছে দেয়া হচ্ছে খাবার।

করোনা সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ মন ছুঁয়েছে নেটিজেনদের।

চীনে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস।

তবে এখন পর্যন্ত এই ভাইরাসের নির্দিষ্ট ওষুধ বা ইঞ্জেকশন আবিষ্কৃত হয়নি।

মনে করা হচ্ছে, সংস্পর্শে ছড়িয়ে যেতে পারে ভাইরাস।

তাই আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, ভাইরাসে আক্রান্ত রোগীকে দেখভালের জন্য চিকিৎসক থেকে শুরু করে নার্সরা তার কাছে যাচ্ছেন।

কারণ ওই রোগী ওষুধ থেকে শুরু করে খাবার সবই দিতে হচ্ছে।

এ ছাড়া হাসপাতাল কর্মীরাও রোগীর কাছে যাচ্ছেন।

আর তাই হু হু করে একজনের শরীর থেকে অপরের দেহে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।

ভাইরাসের সংক্রমণ রুখতে নয়া প্রযুক্তির সাহায্য নিল চীনের নানজিংয়ের একটি হাসপাতাল।

এবার আর রোগীদের কাছে খাবার পৌঁছানোর দায়িত্ব নিতে হবে না কোনো হাসপাতাল কর্মীকে।

পরিবর্তে অসুস্থদের কাছে খাবার, ওষুধপত্র পৌঁছে দেবে রোবট।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network