২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বরিশালে খান সন্স টেক্সটাইল মিল চালু করার দাবি শ্রমিকদের

আপডেট: মার্চ ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

শহীদুল্লাহ সুমন :

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অবস্থিত খান সন্স টেক্সটাইল মিলের শ্রমীক ও কর্মচারীদের লে-অফ ভাতা অথবা বন্ধ হওয়া মিলটি পুনরায় চালু করে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দুপুর ২ টায় নগরীর কাউনিয়ার খান সন্স টেক্সটাইল মিলের সামনে শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক-কর্মচারীরা।

এসময় বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা বলেন, আমার জানতে পেরেছি কারখানা খোলা হবে না এবং এ জন্য লে-অফ কালীন সময় ৫ মাস চলে গেলেও আমাদের কোন ভাতা দেয়া হয়নি।

বাংলাদেশ শ্রম আইনে লে-অফ ভাতা খুবই সামান্য ও নগন্য।

এই ভাতা দিয়ে শ্রমিক ও শ্রমিকের পরিবার চলে না।

তাই সাধারণ শ্রমিকেরা মিলিত হয়ে আমাদের পাওনা আদায়ের জন্য আবার আসতে হয়েছে।

বার বার আসাটা আমাদের পক্ষে সম্ভব না।

তাই কর্তৃপক্ষ মিল চালু করুক নয়ত আমাদের পাওনা লে-অফ ভাতা পরিশোধ করুক।

শতাধিক শ্রমিক-কর্মচারীরা মিলে সামনে এসে বিক্ষোভ শুরু করে।

তাৎক্ষনিক খান সন্স টেক্সটাইল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল ইসলাম এসে দ্রুত মিলটি চালু করা অথবা লে-অফ ভাতা প্রদানের আশ্বাস দেন।

পরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা শান্ত হয়ে চলে যায়।

এ বিষয়ে খান সন্স টেক্সটাইল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল ইসলাম বলেন, হটাৎ মিলটি বন্ধ হয়ে যাওয়াতে মালিক, শ্রমিক ও কর্মচারীরা বিপাকে পরেছেন।

আমি মালিক পক্ষের সাথে কথা বলেছি।

খুব শীঘ্রই এর একটা সমাধান পাওয়া যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network