২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

করোনা: ব্রিটেনে বাংলাদেশিসহ ৫ জনের মৃত্যু

আপডেট: মার্চ ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে।

ব্রিটেনে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এনএইচএস।

গত সপ্তাহে ৩ জনের মৃত্যুর পর আজ ম্যানচেস্টারে এক ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সন্ধ্যার পর সাউথ লন্ডনের চারশাল্টন হাসপাতালে ৭০ বছর বয়সী আরেকজনের মৃত্যুর খবর জানিয়েছেন হেলিয়ার ইউনিভার্সিটি হসপিটালের চীফ এক্সিকিউটিভ।

এ নিয়ে ব্রিটেনে মৃতের সংখ্যা দাঁড়াল ৫।

গত ২৪ ঘণ্টায় ৪৬ জনসহ ব্রিটেনে আক্রান্ত হয়েছেন ৩১৯ জন।

এদিকে লন্ডনে আতঙ্কে রয়েছেন বাংলাদেশিরা।

ব্রিটেনে ছড়িয়ে পরা করোনা থেকে বাঁচতে সচেতন রয়েছেন সবাই।

চীন, হংকং এবং দক্ষিণ কোরিয়া থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে আসেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর, বিমানবন্দরসহ বিভিন্নস্থানে সতর্কতামূলক ব্যবস্থা নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।

কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানী লন্ডনসহ বিভিন্নস্থানে এরই মধ্যে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এক কর্মী আক্রান্ত হওয়ার পর লন্ডন অফিস বন্ধ ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত ব্রিটিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত নাগরিকরা খাদ্যদ্রব্য মজুত করতে শুরু করেছেন।

কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ করে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান।

সতর্কতা অবলম্বনে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সেই সঙ্গে করোনা গবেষণায় প্রায় ছয় কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network