১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বেতাগীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু !

আপডেট: এপ্রিল ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সৈয়দ নূর-ই আলম, বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
সম্প্রতি বরগুনার বেতাগীতে উপজেলাব্যাপী ডায়েরিয়ার প্রকোপ বেড়েছে। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ’র ব্যবধানে ৫০ শয্যার হাসপতালে ভর্তি হয়েছেন ৮২ জন,এর মধ্যে মঙ্গলবার মারা গেছেন একজন এবং সুস্থ্য হয়েছেন ৫৪ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি ২৮জন। এদিকে মহামারী করোনায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্তব্যরত চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগী সহ আতঙ্ক ছড়িয়ে পরে হাসপাতালের সকল চিকিৎসকদের মধ্যে।করোনা ভাইরাস আতঙ্কে অনেকেই যখন হাসপাতাল বিমুখ ঠিক তখনই ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার ফলে করোনার মহামারী পরিস্থিতির মধ্যে ডায়েরিয়ায় আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে সময়ের ব্যবধানে মোট ৮২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসায় ৫৪ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৮ জন রোগী । গড়ে প্রতিদিন ১৫-২০ জন নতুন রোগী ডায়েরিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে,যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে। বেতাগী উপজেলার বেশির ভাগ এলাকা হতে রোগী হাসপাতালে আসলেও সবচেয়ে বেশী রোগী আসছে বেতাগী ইউনিয়ন হতে ৪৫ জন এবং মোকামিয়া ইউনিয়ন হতে ১৬ জন। হাসপাতালে খাবার স্যালাইনের সংকট না থাকলেও কলেরা স্যালাইনের সংকট রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা । ভুক্তভোগী কয়েকজন জানান,সরকারি হাসপাতালে মানুষ আসে বিনা পয়সায় চিকিৎসা নিতে। এখানে অন্য কোন ওষুধ পাওয়া না গেলেও কলেরা স্যালাইন আর খাবার স্যালাইনটি পাওয়া যেতো। এখন আর সেটিও না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তেন মং জানান, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ও পানিবাহিত সমস্যার কারনে গত কয়েকদিন ধরে লোকজন ডায়েরিয়া ও পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত হচ্ছে। খাবার স্যালইনের সংকট ছিলো না তবে কলেরা স্যালাইনের সংকট সল্প সময়ের মধ্যে সমাধানের জন্য বরগুনা সিভিল সার্জন অফিস হতে ৪০০ ব্যাগ কলেরা স্যালাইন প্রদান করা হয়েছে এবং বেতাগী উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব আহসান ১০০০ ব্যাগ কলেরা স্যালাইন ক্রয়ের উদ্দ্যোগ গ্রহন করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network