২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ইতালিতে নিউ ওয়ার্ল্ড সার্ভিসের চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা প্রচারে সাংবাদিক সম্মেলন

আপডেট: মে ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ইতালি প্রতিনিধিঃ
কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে। ইতালিতে
ব্যাবসা- বানিজ্য, বার- রেস্টুরেন্টে, দোকান, কারখানা বন্ধ হয়ে গেছে, তেমনি বন্ধ হয়ে গেছে ইতালির জাহাজ শিল্প নির্মাণ। সকল শ্রমিকদের পাশাপাশি জাহাজ শিল্পের কয়েক হাজার প্রবাসী শ্রমিক বেকার হয়ে পরেছে। ইতালির জাহাজ শিল্পের অন্যতম কোম্পানি নিউ ওয়াল্ড সার্ভিস ।এই কোম্পানির চেয়ারম্যান এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট প্রচার এবং ইতালিয়ান সাংবাদিকদের কাছ মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে কোম্পানির পক্ষ থেকে। এ সময় তার বিরুদ্ধে অভিযোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন মজিবুর রহমান সরকার। তিনি বলেন আমার কোম্পানির শ্রমিকদের বেতন সব সময় ঠিক মত দিয়েছি। আমি একজন শ্রমিক বান্ধব মালিক। করোনায় যখন ইতালি হানা দেয় তখন আমি জানুয়ারি মাসের পুরো বেতন এবং ফেব্রুয়ারির আংশিক বেতন সকল শ্রমিকদের দিয়েছি যার প্রমান রয়েছে এখানে মিথ্যা বলার কোন অবকাশ নেই। যেহেতু বড় ব্যাবসা প্রতিষ্ঠান এমন মহামারির কারনে বাকি টাকাটা দিতে পারি নায়।ইতালিয়ান সরকারের সহযোগীতা যাতে সব শ্রমিক পায় সে ব্যবস্থা করে দিয়েছি। ফেব্রুয়ারির বকেয়া টাকা করোনা মহামারী গেলে সবাইকে দিয়ে দিব। যদিও ইতালিয়ানদের কাছ থেকে আমি এখন পর্যন্ত টাকা পাইনি।আমাকে নিয়ে যে ব্যক্তি ফেসবুকে বাজে মন্তব্য করেছে তিনি পূর্বে আমার শ্রমিক ছিল। ৩ মে দুপুর ২ টায় রোমের একটি অভিজাত হোটেলের হল রুমে কোম্পানির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি আরো বলেন আমি লগডাউনের কারনে বাসায় থাকলেও সর্বদা শ্রমিকদের খোজ খবর নিচ্ছি। কিন্তু গুটিকয়েক লোক অন্য কোম্পানির প্ররোচনায় ফেজবুকের মাধ্যমে আমার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। এটা সত্যিই দুঃখজনক। আমি সকল শ্রমিকদের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে ধৈর্য ধারনের আহ্বান জানান এবং বলেন, বর্তমান মে মাসের ২০ তারিখের পরে জাহাজ শিল্পের কাজ পূনরায় চালু হবে। যারা আমার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন তাদেরকে এ সকল কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় একাধিক শ্রমিক টেলিফোনে তার প্রশংসা করে বলেন আমারা দেখেছি শ্রমিক মালিকের মধ্যে অন্যরকম সম্পর্ক । আপনি যে ভাবে আমাদের খোজঁ খবর নেন বা নিয়েছেন তা কোন মালিক নেয় কিনা সন্দেহ রয়েছে। আপনি সাংবাদিক সম্মেলনে যে কথা গুলো বলেছেন সব গুলোই সত্যি। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় প্রশ্ন করেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন,নতুন সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোমের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লিটন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network