২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

শার্শায় মোটা অংকের টাকা ছিনতাইয়ে ঘটনায় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল মহাসড়কে প্রায় ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলাবাহিনী।

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টা ৪৫ মিনিটের সময় যশোরের শার্শা থানাধীন শার্শা মাঠপাড়া সাকিনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর জনৈক নুর হোসেন এর বাড়ীর সামনে ঝিকরগাছা থানাধীন বাকুলিয়া গ্রামের খাললুর রহমানের ছেলে মোঃ শিমুল হোসেন টুটুল নাভারণ ডাচ বাংলা এজেন্ট ব্যাংক হতে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে ডাচ বাংলা ব্যাংকে ৬ লাখ টাকা জমা দিয়ে বাকী ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মটর সাইকেল যোগে ফেরার পথে অজ্ঞাতনামা ৩ জন পালসার মটরসাইকেল যোগে টুটুলের গতিরোধ করে মারপিট করে তার নিকট থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

এই ঘটনা সংক্রান্তে শার্শা থানার মামলা নং ৪৩ (২) ২০২১ রুজু করা হয়। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ার জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম, পিপিএম মহোদয় শার্শা থানা ও ডিবি পুলিশকে কঠোর নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব সালাহ উদ্দীন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জনাব গোলাম রব্বানী শেখ এর সার্বিক তত্ত্বাবধানে ওসি (ডিবি) সোমেন দাশের নেতৃত্বে এসআই শামীম হোসেন সঙ্গীয় ডিবির একটি চৌকশ টিম ও শার্শা থানা পুলিশ আজ বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাত ১টা থেকে ৪ টা পর্যন্ত বেনাপোল পোর্ট থানাধীন ভবেড়বেড় ও বড় আঁচড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ৩ জনকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ ছিনতাই কাজে ব্যবহৃত রেজিঃ বিহীন একটি পালসার মটর সাইকেল সহ ছিনতাই হওয়া ৭ লাখ ৮০ হাজার টাকার মধ্যে ৭ লাখ ৬৪ হাজার টাকা সুজনের হেফাজত থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অসামীরা- যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের আহসান এর ছেলে মোঃ সুজন (২৫), একই গ্রামের আবু তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার (২৫) ও বেনাপোল ভবেরবেড় গ্রামের নুরুর ছেলে মোঃ নোমান।

আটকের পর তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র আছে মর্মে স্বীকার করলে পুনরায় আজ বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ সময় ডিবি পুলিশ ও থানা পুলিশ বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় সাকিনে আসামী নোমানোর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী সুজনের দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া ১টি ওয়ান স্যুটার গান জব্দ করা হয়।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় এসআই শামীম হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এহাজার দায়ের করেন। এ সংক্রান্তে পৃথক মামলা রুজু হয়েছে।

আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শম্পা বসুর আদালতে কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র মামলায় রিমান্ডের আবেদন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network