৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

পিরোজপুরে ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী নৌকা ১৮টি ও অন্যান্য ১৪টিতে বিজয়ী

আপডেট: জুন ২১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি :প্রথম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পিরোজপুরে ৩২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৮টি নৌকা, ১১টি স্বতন্ত্র ও ৩টি ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ফলাফল:
পিরোজপুর সদর।
কদমতলা ইউনিয়ন: শেখ মোহাম্মদ শিহাব হোসেন।সতন্ত্র(আনারস)
কলাখালী ইউনয়ন: হেদায়েতুল ইসলাম কিরন।সতন্ত্র(আনারস)
শারিকতলা ইউনিয়ন: আজমীর মাঝি। (নৌকা)
টোনা ইউনিয়ন: মোহাম্মদ ইমরান হোসেন। (নৌকা)

স্বরূপকাঠী উপজেলা: ১০টি ইউনিয়ন।
স্বরূপকাঠী সদর ইউনিয়ন: – নৌকা – আল-আমিন পারভেজ
বলদিয়া ইউনিয়ন: – নৌকা- সাইদুর রহমান
সোহাগদল ইউনিয়ন:- নৌকা – আব্দুর রশিদ
আটঘর কুড়িয়ানা ইউনিয়ন:- আনারস- মিঠুন হাওলাদার, নিকটতম নৌকা শেখর সিকদার
জলাবাড়ি ইউনিয়ন:- আনারস – তৌহিদুল ইসলাম, নিকটতম নৌকা আশিস বড়াল
দৈহারী ইউনিয়ন:- আনারস- জাহারুল ইসলাম- নিকটতম – নৌকা- প্রগতী মন্ডল
গুয়ারেখা ইউনিয়ন:- চশমা – আব্দুর রব সিকদার- নিকটতম – নৌকা – সুব্রত ঠাকুর
সমদেকাঠী ইউনিয়ন: – নৌকা – হুমায়ুন কবির ব্যাপারী
সুটিয়াকাঠী ইউনিয়ন:- নৌকা – রুহুল আমিন আসীম আকন, নিকটতম – আনারস – খোকন ব্যাপারী
সারেংকাঠী ইউনিয়ন:- নৌকা – নজরুল ইসলাম – নিকটতম – আনারস- সায়েম আহমেদ

নাজিরপুর উপজেলা।
নাজিরপুর সদর ইউনিয়ন: মোশাররফের হোসেন খান নৌকা।
মাটিভাঙ্গা ইউনিয়ন: বিদ্রোহী মো. জাহিদুল ইসলাম বিলু।
মালিখালী ইউনিয়ন: স্বতন্ত্র মো. রুহুল আমিন দাড়িয়া বাবলু।
শেখমাটিয়া ইউনিয়ন: নৌকা আতিয়ার রহমান নান্নু।

কাউখালী উপজেলা:

কাউখালী সদর ইউনিয়ন: মোঃ মোস্তাফিজুর রহমান (চশমা)
আমড়াজুড়ি ইউনিয়ন: মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সী (নৌকা)
ইন্দুরকানী উপজেলা
বালিপাড়া ইউনিয়ন: মো. কবির হোসেন বয়াতি (নৌকা)
জেলার ভান্ডারিয়া উপজেলা:
ধাওয়া ইউনিয়র:- সিদ্দিকুর রহমান টুলু আনোয়ার হোসন মঞ্জু’র জেপি সমর্থিত সাইকেল প্রতীক
নদমুলা মিয়ালকাঠী ইউনিয়ন: মেজবাহ উদ্দিন আরিফ (বাই সাইকেল প্রতীক)
গৌরিপুর ইউনিয়ন: মজিবুর রহমান চৌধুরী (সাইকেল প্রতীক)
ভিটাবাড়িয়া ইউনিয়ন: এনামুল করিম পান্না (নৌকা প্রতীক)
তেলিখালী ইউনিয়নে আ’লীগ সমর্থিত মো. শামসুল হক বিনা প্রতিদদ্বীতায় নির্বাচিত হয়েছেন।
মঠবাড়িয়া উপজেলা:
এর মধ্যে তুষখালী ইউনিয়ন: মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার (নৌকা প্রতীক)
মিরুখালী ইউনিয়ন: আবু হানিফ খান (বিদ্রোহী প্রার্থী),
বেতমোড় ইউনিয়ন: দেলোয়ার হোসেন আকন (নৌকা প্রতীক) ,
আমড়াঝুড়ি ইউনিয়ন: শিারমিন জাহান (নৌকা প্রতীক)
সাপলেজা ইউনিয়ন: মিরাজ মিয়া (নৌকা প্রতীক)
গুলিশাখালী ইউনিয়ন: রিয়াজুল ইসলাম ঝনো (নৌকা প্রতীক) নিয়ে নির্বাচিত হয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network