২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বয়স্কদের চিনছে না ইভিএম

আপডেট: নভেম্বর ২৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বয়স্কদের চিনত পারছ না ইলক্ট্রনিক ভাটিং মশিন (ইভিএম)। ইভিএম মেশিন বয়স্কদের হাতর রখার মাধ্যম ওই ভাটারক চিহ্নিত করত পারছ না। যার কারণ চরম বিপাক পরছেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজলার রহমতপুর ইউনিয়নর বৃদ্ধ ভোটাররা। কউ কউ এই বিভ্রাÍির কারণ ভাটাধিকার প্রয়াগ করত পারনি। আবার কেউ কেউ সহকারী প্রিজাইডিং অফিসারর ক্ষমতা বল রাখা না মিললও ভাট দিত পরছন। এছাড়া ভাটারদর কার রকমর প্রশিক্ষণ ছাড়াই ইভিএম ব্যবহার কর ভাট দিত আসায় ও রখা মিলত সমস্যায় হওয়ায় ভাট গ্রহন দীর্ঘ লাইন লক্ষ করা গছ।
রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় কদ্র ভাট দিত আসা ৬৫ বছরর জালাল সরকার বলন, আমি সকালই ভাট দিত এসছি। কি এখান সাড় ১১টা বাজ ভাট দিত পারি নি। কারণ মশিনর সাথ আমার হাতর রখা মিলছ না। প্রায় ৩০ মিনিট চস্টা করছি। জানি না ভাট দিত পারবা কিনা। একই অব¯া ওই কদ্রর ৪৮ বছর বয়সী মাঃ ইদ্রিস, ৬৯ বছর বয়সী পশ্চিম রহমতপুর গ্রামর বাসিদা নপাল দবনাথ, ৭০ বছর বয়সী বাদল মালির। তারা কউ ভাট দিত পারছ না। কারণ তাদর হাতর রখার সাথ মিলছ না। বার বার কর হাত ধাঁয়া ও হ্যান্ড স্যানিটাইজার দয়ার পরও কান উপকায় হয়নি। তব এ বিষয় উপজলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলন, এ বিষয় আমরা কমিশনর সাথ কথা বলছি। তারা জানিয়ছন এক জন সহকারী প্রিজাইডিং অফিসারর ক্ষমতায় ১০০ ভাটারর মধ্য এক জনক ভাট দিত সহায়তা করা যত পার। আমরা ইভিএম মশিনর সাথ রখা না মলা ভাটারদর ভাটাধিকার প্রয়াগ এই ভাব সমাধানর চষ্টা করছি। তারপরও কউ কউ ভাট নাও দিত পারন। তব সটা খুবই সামান্য।
রবিবার সকাল ৮টা থক বাবুগঞ্জর রহমতপুর ইউনিয়ন পরিষদর ভাট প্রদান শুরুর পূর্বই কয়কশত মহিলা-পুরুষ ভাটাধিকার প্রয়াগ করার জন্য সারিবদ্ধভাব লাইন দাঁড়িয় যান। কদ্রগুলা পরিদর্শনকাল প্রতিটি কদ্র দখা যায়, অনকর হাতর আঙ্গুলর ছাপ নিচ্ছে না

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network