২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ইতালির রোমে ৩ দিন ব্যাপী গ্রীষ্মকালীন মেলা অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

এমডি রিয়াজ হোসেন,ইতালিঃ
ইতালিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রীষ্মকালীন মেলা ২০২২। ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় বিপুল পরিমাণে প্রবাসী বাংলাদেশির উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে এবং নতুন প্রজন্মের সামনে বাংলার কৃষ্টি-কালচারকে তুলে ধরাই এই আয়োজনের মূখ্য উদ্দেশ্য বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। দেশী-বিদেশী মানুষের পদচারণায় মূখরিত হয়ে উঠে। এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ বিদেশী নাগরিকরাও অংশগ্রহণ করেন। গেলো কয়েক বছর ইতালিতে বৈশাখী মেলার মতো আয়োজন না হওয়ায় এবারের মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন-
করোনা মহামারির দীর্ঘ সংকট কাটিয়ে উঠে এতদিন পর সকলের সঙ্গে সময় কাটাতে পেরে আনন্দিত প্রবাসীরা। এই আয়োজনে তারা পরিবার পরিজনকে সাথে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। রোমের স্থানীয় প্রেনেস্তিনা পার্কে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন মেলার সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ ও কলকাতা থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করেন।
এতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল স্তরের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন-প্রবাসে বেড়ে উঠা দ্বিতীয় প্রজন্মের কাছে বাংলাদেশকে তুলে ধরতে এমন আয়োজনের প্রয়োজন রয়েছে বলে জানান স্থানীয় প্রবাসীরা-
এদিকে দীর্ঘদিন ব্যবসায়িক মন্দা কাটানো বাংলাদেশী পোশাক বিক্রেতারা জানান, এমন আয়োজনের মাধ্যমে তারা প্রবাসে বাংলাদেশী পণ্য তুলে ধরতে পারেন-
বাঙ্গালী জাতি বরাবরই উৎসবপ্রিয় একটি জাতি, হাজার মাইল দূরে থেকেও তারা ভূলেনি দেশের ইতিহাস আর ঐতিহ্যকে। বিদেশীদের কাছে দেশের সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে তারা দেশকে প্রবাসের মাটিতেও অন্যন্য উচ্চতায় নিয়ে যেতে চায়।মেলার আহবায়কের দায়িত্বে ছিলেন জসিম উদ্দিন,প্রধান উপদেষ্টা হাবীব চৌধুরী,সদস্য সচিব সাইফুল ইসলাম বেপারী।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network