২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

আপডেট: আগস্ট ১৫, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষের জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন শ্রদ্ধা জানান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। রাষ্ট্রীয় কর্মসূচী শেষে বেলা আড়াইটার দিকে হেলিকাপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে টঙ্গিপাড়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দলেল সাধারন সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, মতিয়া চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, লে: কর্ণেল (অব:) ফারক খান, আব্দুর রাজ্জাক এমপি, মেয়র খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, আমির হোসেন আমু এমপি, শাহাজাহান খান এমপি, মির্জা আজম এমপি, মাহবুবউল আলম হানিফ এমপি, আফম বাহাউদ্দিন নাসিম এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেক ফজলে শামস পরশসহ গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারন মানুষের শ্রদ্ধা :

রাষ্ট্রীয় কর্মসূচীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষ টুঙ্গিপাড়া ত্যাগ করার পর জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সাধারন মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ ঢাকা, খুলনা, বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুর, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুজিব ভক্তরা জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে। এসময় সমাধি স্থল ফুলে ফুলে ভরে ওঠে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবাররের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ অংশ নেন। শুধু বড়রা নয় ছোট ছোট শিশুরাও বঙ্গবন্ধু সমাধিতে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

জেলা ও উপজেলা আওয়ামী লীগের কর্মসূচী :

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়। সকালে জেলা ও উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। পরে রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নেন নেতৃবৃন্দ।

কাঙ্গালী ভোজ :

জাতির পিতার শাহাদত বার্ষিকীতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে কাঙ্গালী ভোজের আয়োজন করে। সাধারন ও দু:স্থ মানুষ কাঙ্গালী ভোজে অংশ নেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

তোরণ ও কালো পতাকা :

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার সড়ক ও মহাসড়কে কালো কাপড় দিয়ে তোরণ নির্মাণ করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা টাঙ্গানো হয়েছে। পুরো টুঙ্গিপাড়া জুড়ে শোকের আবহ সষ্টি করা হয়। নিরাপত্তার চাঁদরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশাপাশের এলাকা ঢেকে দেয়া হয়। কঠোর নিরাপত্তা গ্রহন করা হয় জেলা জুড়ে। #

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network