• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে ফ্যানের সাথে ঝুলছিলো যুবতীর লাশ

report71
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে মিম আক্তার (২০) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিম ওই গ্রামের মিজান মৃধার মেয়ে।
নিহতের পিতা মিজান মৃধা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের নিজরুমে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম। তবে কি কারনে সে (মিম) গলায় ফাঁস দিয়েছে তা জানতে পারিনি।
তিনি আরও জানান, গত দুই বছর পূর্বে কালকিনি উপজেলার মোক্তারহাট গ্রামের রিপন মাতুব্বরের ছেলে শান্ত মাতুব্বরের সাথে বিয়ে হয়েছিলো মিমের। বিগত কয়েক মাস যাবত স্বামীর সাথে কলহের জেরধরে আমার (বাবার) বাড়িতে অবস্থান করছিলো মিম।
গৌরনদী মডেল থানার এসআই হৃদয় চাকলাদার জানান, খবরপেয়ে নিহতের লাশ রাতেই উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এবিষয়ে প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।