২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

সাকিব আল হাসানকে ফিরিয়ে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিবি।

আপডেট: মার্চ ২৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট : এজাজ আল মাহমুদ সুজন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পুরোটা সময় ছুটি নিলেও মত বদলে শেষ টেস্টের দলে ফিরেছেন সাকিব আল হাসান। তার সঙ্গে টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন।ছুটির শেষের আগেই দলে ফিরেছেন সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট; শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকবেন না বলে ছুটি নিয়েছিলেন সাকিব। মূলত চোখের ইনজুরির কারণে তিনি বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু শেষদিকে এসে হঠাৎ সিদ্ধান্ত বদলে টেস্টে খেলার ইচ্ছাপ্রকাশ করেন টাইগার অলরাউন্ডার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকরাও সাড়া দেন।

তাই দ্বিতীয় টেস্টের দলে সাকিব ফিরবেন, সেটা আগেই প্রায় নিশ্চিত ছিল। তার দলে ফেরাতে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় সাদা পোশাকের দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে অভিষেকটা হয়নি ২৩ বছর বয়সী এ ব্যাটারের।

এদিকে পেসার মুশফিক হাসানের পরিবর্তে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। দেশের হয়ে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। অভিজ্ঞ সাকিবের অন্তর্ভূক্তিতে শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফিরতে চায় বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network