২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গোপালগঞ্জে বড় ভাইয়ের মিথ্যা মামলা থেকে বাঁচতে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

আপডেট: মার্চ ২৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আপন বড় ভাইয়ের হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে বাঁচতে ও পৈত্রিক ভিটার বসবাস করার দাবীতে সংবাদ সম্মেললন করেছেন ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ মাজমুল হুদা।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ মাজমুল হুদা বলেন, ২০২২ সালে ১১ নভেম্বর সেনাবাহিনী থেকে অবসরে গিয়ে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে নিজ গ্রামের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরেচরে বসবাস করছেন। অবসরে পর বাড়ী এসে দেখতে পাই আমার জমির মধ্যে আমার আপন বড় ভাই খোকন শেখ ভবন ও রান্না ঘর নির্মাণ করেছেন। এর কারন জানতে বড় ভাই খোকন শেখের সাথে কথা বললে তিনি আমাকে কোন সদুত্তর দিতে পারেন নি।

তিনি আরো বলেন, বিগত ২০২৩ সালের তিন জুন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর হোসেন কালুর মধ্যাস্থতায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশি বৈঠকে খোকন শেখ তার ভবনের পূর্বপাশ থেকে ভবনের কিছু অংশ ভেঙ্গে দিয়ে বাড়ীর লোকের চলাচলের রাস্তা কের করে দিবেন। এছাড়া আমার আরেকটি জায়গার উপর থেকে রান্না ঘর সরিয়ে নেয়া হবে। কিন্তু ওই সালিশের রায় না মেনে উল্টো তার স্ত্রী ফরিদা বেগমকে বাদী করে আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলছে। এছাড়া আমার বড় ভাই খোকন শেখ এবং ছেলে রাজু শেখ এলাকার বখাটেদের নিয়ে আমার দুই মেয়েকে উত্যক্ত করে ভয়ভীতি প্রদর্শন করে। এসব কারনে আমি বর্তমানে বাড়ি ঘর ছাড়া হয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আরো বলেন, আমি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে পরিত্রাণ এবং স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আমার পৈত্রিক ভিটায় নিজ বাড়ীতে বসবাস করতে চাই। একই সাথে মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রশাসন এবং বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ ও কায্যকর ব্যবস্থা গ্রহনের জন্য দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ সংবাদ সম্মেলনে মা রিজিয়া বেগম, স্ত্রী ইসমত আরা মনি, ছোট ভাই আব্দুস সোবহান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network