৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বানারীপাড়ার দুই শহীদ বুদ্ধিজীবী পরিবার সদস্যকে সংবর্ধনা স্বারক সংকলণ ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা ।। দীর্ঘ ৫৩ বছর পর বানারীপাড়ার দুই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় সাংস্কৃতিক সংগঠন নতুনমুখ। শুক্রবার সন্ধ্যায় বানারীপাড়ার দুই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আয়োজনে ‘স্বারক সংকলণ’ প্রকাশ এর মোড়ক উম্মোচন করেন অতিথি বৃন্দ। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতার উপর ৭২ মিনিটের প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভুইঁয়া। সংবর্ধিত অতিথি ছিলেন ৭১’এর শহীদ বুদ্ধিজীবী ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বেসরকারি সংস্থা “রিব” নির্বাহী পরিচালক ডক্টর মেঘনা গুহঠাকুরতা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক সুখরঞ্জন সমদ্দারের পুত্র একই বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডাঃ সলীল রঞ্জন সমদ্দার। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদার, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। শুক্রবার ২৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক সম্পাদক মিন্টু কুমার কর, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দেবাশীষ দাস, মুক্তিযোদ্ধা জগন্নাথ প্রমূখ।
অতিথিবৃন্দ সংগঠনের সহ-সভাপতি এস মিজানুল ইসলামের সম্পাদনায় স্বারক সংকলণের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা ও উত্তোরীয় পরিধান ও মাণপত্র পাঠ করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিশিষ্ট চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল এর তত্ত্বাবধানে নির্মিত প্রমাণ্যচিত্র জ্যোতির্ময় ” The Professor” প্রদর্শিত হয়। #

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network