৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ভোলায় আলুর ভালো ফলন হওয়া কৃষকের মুখে হাসি

আপডেট: মার্চ ৩১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ ইসমাইল ভোলা।

ভোলা সদর উপজেলায় চলতি বছরে আলুর ভালো ফলন হয়েছে। বাজারে দাম কিছুটা কম হলেও ভালো ফলন পেয়ে কৃষকের মুখে হাসি। আলু চাষে লাভবান হওয়ার আশা চাষিদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩ টি ইউনিয়নে
৪৫০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়। আলু উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয় ১০ হাজার ৮০৫০ মেট্রিক টন।

জানা গেছে, আলুখেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ ছিল না চলতি মৌসুমে। এতে ফলনে বিপর্যয় হয়নি।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের রাস্তারমাথা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের চদুর চর গ্রামে গিয়ে দেখা গেছে, খেতে থেকে চাষিরা আলু গোলায় ব্যস্ত। অনেকে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

রাস্তারমাথা গ্রামের আলুচাষি মো. কবির বেপারী বলেন, ” গত বছরের মতো এ বছরেও আলুর ফলন ভালো হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে প্রথম দিকে আলুর চারা নষ্ট হয়েছিল। পরে নতুন করে আলু রোপণ করি। ফলন ভালো হয়েছে। দামও বেশ। আশা করছি, এবার আলু চাষে লাভ হবে।

পশ্চিম ইলিশার চদুর চর গ্রামের আলু চাষী মোহাম্মদ আলী বলেন, ১৫ গন্ড জমিতে আলুর আবাদ করেছি। ফলন অনেক ভালো ফলেছে। প্রথম ধাপে ১০ হাজার টাকার আলু বিক্রি করেছি। খেতে এখনো অনেক আলু রয়েছে। সেগুলো বিক্রির প্রস্তুতি নিচ্ছি।

একই গ্রামের আলু চাষী আবু সিদ্দিক বলেন, গত তিন বছর ধরে আলুর চাষ করছি। অন্য বছেরর চেয়ে এ বছর ফলন অনেক ভালো হয়েছে। আলু তুলছি। এক লাখ টাকা লাভ হবে বলে আশা করছি।

ভোলা সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও আলুর আবাদ কিছুটা কম হয়েছে। তবে এই বছর ফলন ভালো, দামও ভালো। লাভমান হওয়ায় কৃষকদের আলু চাষে আগ্রহ বেড়েছে। আমরা বিভিন্ন সময় মাঠ সভা ডেকে কৃষকদেরকে দীর্ঘ নিদর্শনা মূলক পরামর্শ দিয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network