২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশালে জঙ্গল থেকে নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

আপডেট: নভেম্বর ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জঙ্গল থেকে এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ভূতেরদিয়া কলেজ সংলগ্ন একটি জঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুতুল নামের ওই নারীকে উদ্ধার করা হয় বলে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান।
পুতুলের (৪৮) বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, এক নারীর গোঙ্গানীর শব্দ পেয়ে পথচারীরা ওই জঙ্গলে গিয়ে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পুতুলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়।
“আহতের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।“ ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা;ন ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network