২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মরণব্যাধী এভিএন রোগে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে বেল্লাল

আপডেট: মার্চ ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

দ্রæত চিকিৎসা না হলে অল্পতেই ঝড়ে যেতে পারে একটি মেধাবী তাজা প্রাণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মরণব্যাধী এভিএন রোগে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে বরগুনার আমতলী সরকারী কলেজের বিএসসি দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ও দরিদ্র কৃষক আবদুল আজিজ আকনের ছেলে বেল্লাল হোসেন।

আর্থিক দন্যতার কারনে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাপিত হচ্ছেন তিনি।

এক মাসের মধ্যে চিকিৎসা করতে না পারলে রক্ত চলাচল বন্ধ হয়ে মারা যেতে পারে বেল্লাল হোসেন।

ইতিমধ্যে একমাস শেষ হয়ে গেছে।

দ্রæত চিকিৎসা না হলে অল্পতেই ঝড়ে যেতে পারে একটি মেধাবী তাজা প্রাণ।

তার চিকিৎসায় প্রয়োজন ৬ থেকে ৭ লÿ টাকা।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দেশের ধনাট্য ব্যাক্তিদের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন বেলøালের পরিবার।

জানাগেছে, আমতলী পৌরসভার নয়াবেঙ্গলী গ্রামের দরিদ্র কৃষক আবদুল আজিজ আকনের ছেলে বেল্লাল হোসেন আমতলী সরকারী কলেজের বিএসসি দ্বিতীয় বর্ষের লেখাপড়া করে।

এ বছর ৮ ফেব্রæয়ারী মাসে বেলøালের শরীরে ধরা পড়ে মরণব্যাধী এভিএন রোগ।

প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নেয় বেল্লাল।

ওই হাসপাতালের চিকিৎসকরা তার রোগ ধরতে পারেনি।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) প্রেরন করেন।

ওই হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ডাঃ আবু জাফর চৌধুরী সরানাপন্ন হয় সে।

বিভিন্ন পরীÿা নিরিÿা শেষে এভিএন স্টেজ-২ রোগ ধরা পড়ে। ওই চিকিৎসক বেলøালকে এক মাসের মধ্যে অপারেশনের পরামর্শ দিয়েছেন।

বর্তমানে বেলøালের কোমরের দু’পাশের হাড় শুকিয়ে গেছে এবং রক্ত চলাচল বন্ধ রয়েছে।

ইতিমধ্যে এক মাস শেষে হয়ে গেছে।

টাকার অভাবে বেলøালের চিকিৎসা বন্ধ রয়েছে।

বেলøালের বাবা আবদুল আজিজ আকন একজন দরিদ্র কৃষক।

অন্যের জমি চাষাবাদ করে পরিবারের ভরণ পোষন করেন।

বেলøালের চিকিৎসার জন্য প্রয়োজন ৬-৭ লÿ টাকা।

এতো ব্যয়বহুল চিকিৎসা করানো বেলøালের দরিদ্র পরিবারের পÿে সম্ভব না।

দ্রæত অপারেশন করতে না পারলে মারা যেতে পারে বেলøাল।

তার বাবা আবদুল আজিজ আকন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দেশের ধনাট্য ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

বেলøালকে সাহায্য করার জন্য বিকাশ নম্বর-০১৭৯৬২৯৮৫২৩।

বেল্লাল বাবা আবদুল আজিজ আকন কান্নাজনিত কন্ঠে বলেন, মোর একটা মাত্র পোলা।

হেই পেলার কঠিন রোগ অইছে।

ওই রোগ হারাতে ৬-৭ লÿ টাহার দরকার।

মোর পোলারে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দেশের ধনাট্য ব্যাক্তিদের কাছে মুই আবেদন হরি।

আপনেরা মোর পোলাডারে সাহায্য কইর‌্যা বাঁচান।

মুই গরিব মানু মোর ধারে এতো টাহা নাই।

মোর পোলার দ্রæত চিকিৎসা হরতে না পারলে মইর‌্যা যাইতে পারে।

আপনেরা মোর পেলাডারে সাহায্য হরেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, এভিএন একটি জটিল রোগ।

এ রোগীর হাড় শুকিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়।

রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে রোগী বাঁচার সম্ভবনা কম থাকে।

দ্রæত এ রোগীর চিকিৎসা করানো প্রয়োজন।

রোগী বেলøালের খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বিষয়টি আমি জানিনা।

খোজ নিয়ে আর্থিক সহযোগীতার করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network