২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

করোনায় ইতালিতে ৩ বাংলাদেশি আক্রান্ত

আপডেট: মার্চ ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ইতালি প্রতিনিধি 

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ৩ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির উত্তরাঞ্চলে ওই বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হন।

তিনজনের মধ্যে একজন কুমিল্লা, মাদারীপুর এবং অপরজনের দেশের বাড়ি মানিকগঞ্জ।

তারা সবাই হাসপাতালে রয়েছে।

এদিকে মানিকগঞ্জের ওই ব্যক্তি সাতদিন ধরে কোয়ারেন্টাইনে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আক্রান্ত মানিকগঞ্জের ওই ব্যক্তির এক বন্ধু রোমের ব্যবসায়ী।

তিনি জানান, হঠাৎ সর্দি, কাশি হয়।

এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে করোনাভাইরাস ধরা পড়ে।

এখন তাকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি দশ বছর ধরে ইতালিতে আছেন।

আরেকজন উত্তর ইতালির বেরগামো থাকেন।
তার দেশের বাড়ি কুমিল্লা।
তার এক প্রতিবেশী জানায়, সে আগের তুলনায় এখন অনেক সুস্থ।
অপরজন মাদারীপুরের।
তিনি একটু আক্রান্ত বেশি হওয়া তাকে আইসিইউতে রাখা হয়েছে।
বয়স আনুমানিক ৩৪ হবে।
হঠাৎ, ঠান্ডা জ্বর থেকে করোনাভাইরাস ধরা পড়ে।

উল্লেখ্য, করোনার আঘাতের কারণে প্রধানমন্ত্রী কোন্তি জরুরি অবস্থা ঘোষণা করেন।

ফলে গোটা ইতালি এখন ফাঁকা।

সরকার নতুন করে ঘোষণা দিয়ে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা নেই।

হাতেগোনা কয়েকটি ইন্ডাস্ট্রি খোলা রয়েছে শর্ত সাপেক্ষে।

চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র চারজন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন।

এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন।

তবে করোনার তাণ্ডব চলছে ইউরোপের দেশগুলোতে।

ইতালিতে একদিনে মারা গেছেন আরও ১৮৯ জন।

এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন, আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন।

স্পেনে একদিনে নতুন করে ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন।

ফ্রান্সে একদিনে ৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩ জন।

এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন।

এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন, মারা গেছেন ৭৫ জন।

দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা রোগী ২২৪ জন, প্রাণহানি সাতজনের।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৯ এবং মৃত্যু ৬৭ জনের।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ ও প্রাণহানি ৪১ জনের।
  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network