২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বানারীপাড়ায় অসোহায় মানুষের বাড়ি গিয়ে চাল ডাল বিতরণ 

আপডেট: মার্চ ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জি.এম রিপন,বানারীপাড়া
বানারীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী অসোহায় মানুষের বাড়িতে গিয়ে চাল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদ।

তিনি সোমবার ভরদুপুরে প্রচন্ড রোধের মধ্যে ছাতা নিয়ে বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে পায়ে হেটে অসোহায় মানুষের বাড়িতে গিয়ে সরকারী বরাদ্ধকৃত ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু পৌছে দেন।

এসময় অনেকেই ভয়ে ঘর থেকে বাইরে বেরুতে চাইছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদ তাদের বাড়িতে গিয়ে ১০০ পরিবারের মাঝে উক্ত চাল ডাল ও আলু বিতরণ করেণ।

এ সময় চাল বিতরণ করতে দেখে বেশ কয়েক জন বৃদ্ধ ঘর থেকে বাইরে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদের কাছে চাল ডাল চাইলে তিনি তাদেরকে নিজের মাথার ওপরে ছাতা তুলে ধরে প্রচন্ড খর রোদের তাপ থেকে রÿা করার পাশাপাশি একই ভাবে উক্ত ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু বিতরণ করেণ।

তার এ চাল ডাল বিতরণ ওই এলাকার মানুষের কাছে মহানুভবতার পরিচয় দিয়েছে বলে স্থানীয় বৃদ্ধ সুশিল রায় সহ একাধিক ব্যাক্তি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদ যুগান্তরকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার সকল মানুষ দীঘ দিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছেন।

তাদের হায়তা দানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা সরকারী ভাবে বরাদ্ধকৃত চাল,ডাল ও আলু এলাকার অসোহায় মানুষের বাড়িতে গিয়ে দিয়ে আসছি। এর পাশাপাশি আমরা করোনা প্রতিরোধে গ্রাম অঞ্চলে প্রচার প্রচারনা বৃদ্ধি করছি।

যাতে করে করোনা ভাইরাস আমাদের এলাকার মানুষদের আক্রান্ত করতে না পারে। এজন্য আমরা এলাকার সাধারণ মানুষকে সাবান দিয়ে বার বার ২০ সেকেন্ড হাত ধোয়ার জন্য সচেতন করার চেষ্টা করছি।

এদিকে একই দিন বানারীপাড়া পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র পরীবারের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটেশন বিতরণ করা হয়।

এছাড়াও পৌর মেয়রের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা করার পাশাপাশি সড়কে ও বসত বাড়িতে বিøসিংপাউডার এবং কিটনাশক মেশানো পানি স্প্রে করে দেয়া হয়।

এব্যাপারে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন, আমরা নির্বাচনের পূর্বে যে ভাবে এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করেছিলাম ঠিক সেই ভাবে আমরা তাদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিচ্ছি এবং তাদেরকে মাস্ক হ্যান্ডওয়াশ সহ প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে দেয়ার চেষ্টা করছি।

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকায় মাইকিং করাসহ সড়কে এবং বসত বাড়িতে বিøসিংপাউডার ও কিটনাশক মেশানো পানি ছিটিয়ে দিচ্ছেন বলেও পৌর মেয়র সুভাষ জানান। ##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network