৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ইতালির নাপলিতে বাংলাদেশ দূতাবাসের ২ দিন ব্যাপি কনস্যুলেট সেবা প্রদান

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ইতালি প্রতিনিধিঃ
ইতালির নাপলিতে বাংলাদেশ দূতাবাস ২ দিন ব্যাপি কনস্যুলেট সেবা প্রদান করেছে। ২ দিন ব্যাপি এ সেবা কার্যক্রম ৬ সেপ্টেম্বর বিকেল ৭ টা পর্যন্ত সেবা দেয়া হয়েছে। নাপলির সানজেন্নারো একটি হল রুমে ৫ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত প্রায় ৭ শতাধিক লোকের সেবা দেয়া হয় এবং
৬ সেপ্টেম্বর প্রায় ৮ শতাধিক লোককে সেবা দেয়া হয়েছে। পূর্ব থেকেই সেবার আবেদন জমা নেয়া হয়েছে। আট শতাধিক আবেদন জমা পড়েছে।নাপলির বাংলাদেশেি প্রবাসীরা সেচ্ছাসেবক হিসেবে দ্বায়িত্ব পালন করে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতা করেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার নাপলিতে এসে সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীদের সেবা করাই দূতাবাসের দ্বায়িত্ব । সেবাদান কার্যক্রমের সময় দূতাবাসের প্রথম সচিব সালেহ আহম্মেদ বলেন,নাপলির প্রবাসীরা অনেক কষ্ট করে রোমে গিয়ে পার্টপোট সহ অন্যান্য সমস্যায় দূতাবাসে যায়। প্রবাসীদের সুবিধার্থে আমরা বিভিন্ন শহরে যাচ্ছে তারই ধারাবাহিকতায় নাপলীতে আসা।
সেবাদান কর্মসূচীতে ছিল পার্সপোর্ট নবায়ন,পুরাতন পার্সপোর্টের তত্ত্ব সংগ্রহ, সার্টিফিকেট প্রদান,পার্টপোর্ট ডেলিভারী, নতুন পার্সপোর্ট করা, প্রবাসী কার্ড ( ওয়েনার্স কার্ড) প্রদান, নতুন এ্যপার্টমেন্ট নেয়া ইত্যাদি। আগে থেকে ৮ শত লোকের এ্যাপার্টমেন্ট নেয়া থাকলেও অতিরিক্ত আরো ৭ শত লোকের সেবা দেয়া হয়েছে। যার পরিমান মোট ১৫০০ জন। ৯ শতাধিক লোক পার্সপোর্ট নবায়নের সুযোগ পেয়েছে বলে দূতাবাসের প্রথম সচিব সালেহ আহম্মেদ জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network