২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বাকেরগঞ্জে জনসাধারণের চলাচলের সরকারি হালটের জমিতে মাটি কেটে পুকুর খনন!

আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ সরকারি খাস খতিয়ানের শ্রেণী হালটের জনসাধারণের চলাচলের জমিতে মাটি কেটে পুকুর খনন করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের মৃত ওয়াজেদ আলী হাওলাদারের পুত্র মোঃ জামাল হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ০৯নং জে এল রামনগর মৌজায় এসএ ০১নং সরকারি খাস খতিয়ানের ২৫৩০ নং দাগের ৮১শতাংশ জমি শ্রেণী হালট। উক্ত জমি দিয়ে বছরের পর বছর রামনগর গ্রামের জনসাধারণ চলাচল করেন। রামনগর গ্রামের মৃত সেরাজ হাওলাদারের পুত্র সুলতান হাওলাদার, তার ভাই হারুন হাওলাদার, পুত্র শামিম হাওলাদার, ভাইপো ওলি হাওলাদাররা গত কিছুদিন পূর্বে সরকারি আইন-কানুনের তোয়াক্কা না করে উক্ত জমি অবৈধভাবে ভোগ দখল করার জন্য ৮১শতাংশ জমির মধ্যে ১০শতাংশ জমিতে মাটি কেটে পুকুর খনন করেন। এতে ওই গ্রামের জনসাধারণের চলাচলে দারুন বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে সরকারি খাস খতিয়ানের হালটি জমিতে উক্ত খননকৃত পুকুরটি ভরাট করে সরকারি জমি উদ্ধার করা অতীব জরুরী। তা না হলে রামনগর গ্রামের স্থানীয় জনসাধারণের চলাচলে সমস্যা এবং উক্ত জমি বেদখল হয়ে সরকারের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়ামতি ইউনিয়নের রামনগরবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির নিকট সরকারি খাস খতিয়ানের হালটি জমিতে খননকৃত পুকুরটি ভরাট করে জনসাধারণের চলাচলের রাস্তাটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network